• NEWS PORTAL

  • বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

বিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছাড়লেন নেপালের প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১৫:০৯, ৯ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৫:৩৯, ৯ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
বিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছাড়লেন নেপালের প্রধানমন্ত্রী

ছবি: নেপালের প্রধানমন্ত্রী (বায়ে) ও পদত্যাগপত্র (ডানে)

নেপালে বিক্ষোভ আর ১৯ জনের মৃত্যুর ঘটনার পর পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি এবং দেশ ছেড়ে দুবাইয়ের উদ্দেশে রওনা দিয়েছেন।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নেপালের সচিবালয় থেকে এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করা হয়েছে।

পদত্যাগপত্রে রাষ্ট্রপতিকে উদ্দেশ করে তিনি লেখেন- ‘২০২৪ সালের ১৫ জুলাই সংবিধানের ধারা ৭৬ (২)-এর ভিত্তিতে আমাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়। দেশের বর্তমান অস্বাভাবিক পরিস্থিতি বিবেচনা করে—সংবিধানসম্মত রাজনৈতিক সমাধান ও সমস্যার উত্তরের উদ্যোগ প্রদানে—আমি সংবিধানের ধারা ৭৭ (১)-এর ভিত্তিতে আজকের তারিখ থেকে কার্যকর হিসেবে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছি।’

এদিকে বাংলাদেশের স্বৈরশাসক শেখ হাসিনার মতোই দেশ ছেড়ে পালিয়েছেন কে পি শর্মা ওলি। তার গন্তব্য হতে পারে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্র উল্লেখ করে ইন্ডিয়া টুডে এই তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গতকাল সোমবার থেকে নেপালে বিক্ষোভ চলছে। কারফিউ উপেক্ষা করে মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভকারীরা রাস্তায় নামেন। তারা নেপালি কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়সহ বিভিন্ন মন্ত্রী ও রাজনীতিকের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালায়। সূত্র: রয়টার্স, আনন্দবাজার

 

বিভি/এমআর

মন্তব্য করুন: