পোল্যান্ডে রাশিয়ার ড্রোন, সর্বোচ্চ সতর্কতা জারি

ছবি: বিবিসি
রাশিয়ার ড্রোন অনুপ্রবেশের জেরে রীতিমতো তোলপাড় পড়ে গেছে পোল্যান্ডে। জনগণকে ঘরে থাকার নির্দেশ দিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থায় সেনাবাহিনী। বিমানবন্দরে ফ্লাইটের ওঠানামা বন্ধ করে প্রস্তুত রাখা হয়েছে ন্যাটোর যুদ্ধবিমান। বন্ধ করে দেওয়া হয়েছে বেলারুশ লাগোয়া সীমান্ত।
রাশিয়ার ড্রোন অনুপ্রবেশের খবর দিয়ে পোল্যান্ড জানিয়েছে প্রতিহতের ব্যবস্থা নিয়েছে সামরিক বাহিনী। ইউক্রেনের পক্ষ নেওয়ায় দীর্ঘদিন রাশিয়ার সাথে পোল্যান্ডের সম্পর্কের টানাপোড়েন থাকলেও কোনো হামলা হয়নি। ২০২২ সালে ইউক্রেনে রুশ আগ্রাসনের পর এরআগেও একাধিকবার পোল্যান্ডে রাশিয়ার ড্রোন অনুপ্রবেশ করেছে। তবে, এবারই প্রথম এর বিরুদ্ধে ব্যবস্থা নিলো ন্যাটো জোটের এই সদস্য রাষ্ট্র। মূলত ইউক্রেনের লাভিভ সীমান্ত ঘেঁষা অঞ্চলে ড্রোন শনাক্তের পর প্রতিহতের অভিযানে নামে পোল্যান্ডের সামরিক বাহিনী। বন্ধ করা হয় রাজধানী ওয়ারশ'র বিমানবন্দরে ফ্লাইটের ওঠানামা। একই ব্যবস্থা নেওয়া হয় আরও তিনটি বিমানবন্দরে। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে একাধিক ড্রোন অনুপ্রবেশের তথ্য নিশ্চিত করেন প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। বেলারুশ আর ইউক্রেন সীমান্ত লাগোয়া পূর্বাঞ্চলীয় তিনটি অঞ্চল পোডলাস্কি, মাজোউইকি ও লুবলিন ভোইভোদেসিপস অঞ্চলকে ঝুঁকিপুর্ণ চিহ্নিত করে সেখানে অবস্থান নিয়েছে পোল্যান্ডের সেনা সদস্যরা।
বিভি/এসজি
মন্তব্য করুন: