নেপালে সংসদ ভেঙে নির্বাচনের তারিখ ঘোষণা

নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সুপারিশে সংসদ ভেঙে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন রাষ্ট্রপতি। এএফপিকে এ তথ্য জানিয়েছেন দেশটির প্রেসিডেন্টের প্রেস উপদেষ্টা কিরণ পোখরেল।
এর আগে, শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে শপথের পর প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সুপারিশক্রমে সংসদ ভেঙে দেওয়া হয়। পরে, নতুন নির্বাচনের জন্য ২০২৬ সালের ৫ মার্চ দিন নির্ধারণ করা হয়।
উল্লেখ্য, নেপালে জেন-জিদের আন্দোলনে সরকার পতনের চতুর্থ দিন আজ। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে কাঠমাণ্ডুসহ গোটা দেশের পরিস্থিতি। খুলছে দোকানপাট, শুরু হয়েছে ব্যবসায়িক কার্যক্রম। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিয়ে তল্লাশি আর সতর্ক নজরদারি কার্যক্রম অব্যাহত রেখেছেন সেনা সদস্যরা। আন্দোলনে নিহতের সংখ্যা কমপক্ষে ৫১ জনে পৌঁছেছে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: