পৃথক নৌকাডুবিতে ডিআর কঙ্গোতে অন্তত ১৯৩ জনের মৃত্যু

আফ্রিকার দেশ ডিআর কঙ্গোতে পৃথক দুই নৌকা দুর্ঘটনায় অন্তত ১৯৩ জনের মৃত্যু হয়েছে। এতে নিখোঁজ রয়েছে বহু মানুষ। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, গত বুধ ও বৃহস্পতিবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের একুয়েতার প্রদেশে দুর্ঘটনাগুলো ঘটে।
ডি আর কঙ্গোর মানবিক সহায়তা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রদেশের লুকোলেলা এলাকায় প্রায় ৫০০ যাত্রী নিয়ে একটি নৌকা আগুন ধরে উল্টে যায়। মালাঞ্জে গ্রামের কাছে কঙ্গো নদীতে এ দুর্ঘটনা ঘটে। ওই নৌকা থেকে ২০৯ জনকে জীবিত উদ্ধার করা গেছে। এখনও নিখোঁজ রয়েছেন ১৪৬ জন।
এর একদিন আগে প্রদেশের বাসাঙ্কাসু এলাকায় আরেকটি মোটরচালিত নৌকা উল্টে অন্তত ৮৬ জনের মৃত্যু হয়। তাদের অধিকাংশই শিক্ষার্থী ছিলেন। এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় নিখোঁজ যাত্রীদের সংখ্যার সঠিক হিসাব এখনও জানা যায়নি।
রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বুধবারের দুর্ঘটনা ঘটেছে অতিরিক্ত যাত্রীবোঝাই ও রাতের অন্ধকারে নৌযান চালানোর কারণে। ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, গ্রামবাসীরা নদীর তীরে লাশ জড়ো করে শোক প্রকাশ করছেন। স্থানীয় সিভিল সোসাইটি সংগঠন দুর্ঘটনার জন্য সরকারকেই দায়ী করে বলেছে, নিহতের সংখ্যা আরও বেশি।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: