• NEWS PORTAL

  • রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরও ৬২ জন নিহত

প্রকাশিত: ০৯:২২, ১৪ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরও ৬২ জন নিহত

ফিলিস্তিনের গাজায় ইসরাইলে হামলায় একদিনে আরও অন্তত ৬২ জন নিহত হয়েছে। এর মধ্যে শুধু গাজা শহরেই প্রাণ হারিয়েছেন ৪৯ জন। অনাহারে মারা গেছে দুই শিশুসহ সাতজন। এছাড়াও, অন্তত ৬০০০ ফিলিস্তিনি নাগরিককে স্থানচ্যুত করেছে ইসরাইলি বাহিনী। শনিবার (১৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। আলজাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। 

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালগুলোতে ৪৭টি মৃতদেহ আনা হয়েছে এবং আহত হয়েছেন ২০৫ জন। এতে ইসরাইলি হামলায় মোট আহতের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৬৪ হাজার ২৬৪ জনে। অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে আছেন, কিন্তু উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না।

গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা পাওয়ার চেষ্টা করার সময় ইসরাইলি সেনাদের গুলিতে আরও পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ২৬ জনের বেশি আহত হয়েছেন। এতে মানবিক সহায়তা সংগ্রহের চেষ্টাকালে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৮৪ জনে, আর আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ১১৭ জনে, যা ২৭ মে থেকে শুরু হওয়া বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের কার্যক্রম চলাকালীন ঘটেছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও সাতজন ফিলিস্তিনি অপুষ্টি ও অনাহারে মারা গেছেন, যাদের মধ্যে দুজন শিশু।  এর মধ্য দিযে ২০২৩ সালের অক্টোবর থেকে অনাহার ও দুর্ভিক্ষ-সংক্রান্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪২০ জনে, যাদের মধ্যে ১৪৫ জন শিশু।

গত ২ মার্চ থেকে ইসরাইলি কর্তৃপক্ষ গাজার সব সীমান্ত ক্রসিং সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে, যা ফিলিস্তিনিদের দুর্ভোগ আরও তীব্র করেছে। এখনও গাজা শহরে অন্তত ৯ লাখ মানুষ রয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: