• NEWS PORTAL

  • শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

ভারতে গণেশ বিসর্জনে ট্রাকের ধাক্কায় নিহত ৮ 

প্রকাশিত: ১৭:১৮, ১৩ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ভারতে গণেশ বিসর্জনে ট্রাকের ধাক্কায় নিহত ৮ 

ছবি: সংগৃহীত

ভারতের কর্ণাটকে গণেশ বিসর্জনে ট্রাকের ধাক্কায় ৮ জন নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) কর্ণাটকের হাসান বিভাগে এ মর্মান্তিক ঘটনা ঘটে। অনেকে গুরুতর আহত হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। 

হাসান বিভাগের মোসালেহোসাহাল্লি গ্রামের বাসিন্দারা চারলেনের মহাসড়কের একপাশে দলবেধে গণেশ বিসর্জনের জন্য যাাচ্ছিলেন। ওই সময় পুলিশ একপাশের রাস্তা আটকে আরেক পাশ দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখছিল।

এরমধ্যে রাত সাড়ে ৮টার দিকে একটি দ্রুতগতির ট্রাক সড়ক বিভাজকের ওপর দিয়ে এসে গ্রামবাসীর অনেককে ধাক্কা মারে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রাক ড্রাইভার এক মোটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে সড়ক বিভাজকে প্রথমে ধাক্কা মারেন। এরপর ট্রাকটি ছিটকে গিয়ে সড়কের আরেক পাশে থাকা মানুষকে ধাক্কা মারে। আর মাত্র পাঁচ মিনিটের মধ্যেই বিসর্জন শেষ হয়ে যেতো। এরমধ্যেই ঘটে যায় এ ভয়াবহ দুর্ঘটনা।

ট্রাকের ধাক্কায় আহতদের দ্রুত ২০ কিলোমিটার দূরের হাসান মেডিকেল ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। যারমধ্যে এখন পর্যন্ত আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এরমধ্যে পাঁচজন স্থানীয় একটি ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। তারা ঘটনাস্থলেই মারা যান। বাকি তিনজনের মৃত্যু হয়েছে হাসপাতালে নিয়ে যাওয়ার পর।

এ ঘটনায় ভুবনেশ নামে এক ট্রাক চালককে গ্রেপ্তার করা হয়েছে। ট্রাকটি মহারাষ্ট্রে রেজিস্ট্রেশন করা।

মর্মান্তিক এ ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে কর্ণাটক রাজ্য সরকার।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

বিভি/এসজি

মন্তব্য করুন: