• NEWS PORTAL

  • রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

অভিবাসনবিরোধী বিক্ষোভে উত্তাল লন্ডন, পুলিশের সঙ্গে সংঘর্ষ

প্রকাশিত: ০৯:৩৬, ১৪ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ০৯:৩৭, ১৪ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
অভিবাসনবিরোধী বিক্ষোভে উত্তাল লন্ডন, পুলিশের সঙ্গে সংঘর্ষ

যুক্তরাজ্যের লন্ডনে উগ্র ডানপন্থী রাজনৈতিক কর্মী টমি রবিনসনের ডাকে অভিবাসনবিরোধী বিক্ষোভ করেছে লাখো মানুষ। স্থানীয় সময় শনিবার (১৩ সেপ্টেম্বর) আয়োজিত এ সমাবেশে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে কয়েক দফায় ধস্তাধস্তি হয়।

পুলিশের তথ্য মতে, অভিবাসনবিরোধী বিক্ষোভকারীরা একাধিকবার ব্যারিকেড ভেঙে সহিংস পরিবেশ তৈরি করার চেষ্টা করে। কেউ কেউ পুলিশের দিকে বিভিন্ন বস্তু ছুড়ে মারে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ।

উত্তেজনা ছড়িয়ে পড়ে ওয়েস্টমিনস্টারের বিভিন্ন সড়কে। সমাবেশস্থল ও এর আশপাশে প্রায় এক হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

‘ইউনাইট দ্য কিংডম’ নামে এই মিছিলে অংশ নেয় প্রায় এক লাখ ১০ হাজার মানুষ। মিছিলে বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পতাকা তুলে ধরে।

আয়োজক টমি রবিনসন একে বলেন ‘বাকস্বাধীনতার উৎসব’। একই সময়ে সেখানে বর্ণবাদবিরোধী বিভিন্ন সংগঠনের পাঁচ হাজার কর্মী পাল্টা কর্মসূচি পালন করে। প্রতিবাদী স্লোগান দেয় অভিবাসীবান্ধব সংগঠন ও প্রগতিশীল কমিউনিটিগুলো।

বাংলাদেশি অধ্যুষিত এলাকায়ও হয় বর্ণবাদবিরোধী বিশাল মিছিল।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: