• NEWS PORTAL

  • সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

বর-কনেসহ যাত্রীদের বাস গিয়ে পড়লো নদীতে, নিহত ১৯

প্রকাশিত: ০১:২২, ১৫ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
বর-কনেসহ যাত্রীদের বাস গিয়ে পড়লো নদীতে, নিহত ১৯

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তরাঞ্চলে বিয়ের যাত্রীদের বহনকারী একটি বাস নদীতে পড়ে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে  নারী ও শিশু রয়েছেন। 

রবিবার (১৪ সেপ্টেম্বর) দেশটির জামফারা রাজ্যে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পরিবহণ ইউনিয়নের এক কর্মকর্তা ও গ্রামবাসী। খবর এএফপির।

নাইজেরিয়ার ন্যাশনাল ইউনিয়ন অব রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্সের (এনইউআরটিডব্লিউ) কর্মকর্তা আবু বকর মুহাম্মদ এএফপিকে বলেন, শনিবার সন্ধ্যার দিকে বিয়ের যাত্রীদের বহনকারী বাসটি আংশিকভাবে ধসে পড়া একটি সেতুর ওপর থামানো হয়েছিল। কিন্তু হঠাৎ করেই বাসটি পেছনের দিকে গড়িয়ে নদীতে পড়ে যায়।

তিনি বলেন, বাসটি নববধূ ও তার স্বজনদের নিয়ে বরের বাড়ির দিকে যাচ্ছিল। পথে জামফারা রাজ্যের ফাস গ্রামের কাছাকাছি এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। চালক ব্রেক টানতে ভুলে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনার শিকার বাসটি পাশের কেব্বি রাজ্যের জেগা শহরের দিকে যাচ্ছিল। ফাস গ্রামের বাসিন্দারা এই দুর্ঘটনায় নারী ও শিশুদের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন।

দুর্বল সড়ক অবকাঠামোর কারণে নাইজেরিয়ায় প্রায়ই এই ধরনের দুর্ঘটনা ঘটে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত বছর দেশটিতে ৯ হাজার ৫৭০টি সড়ক দুর্ঘটনা রেকর্ড করা হয়। এসব দুর্ঘটনায় পাঁচ হাজার ৪২১ জন নিহত হয়েছেন।

বিভি/টিটি

মন্তব্য করুন: