কাতারে ইসরাইলের হামলায় মুসলিম দেশের নেতাদের নিন্দা

ছবি: আল জাজিরা
কাতারের দোহায় ইসরাইলের কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে আরব ও মুসলিম দেশগুলোর নেতারা।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দোহায় অনুষ্ঠিত আরব-ইসলামিক সম্মেলনে গাজায় গণহত্যা বন্ধেও ইসরাইলের বিরুদ্ধেও কঠিন ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তারা। এক বিবৃতিতে বলা হয়, কাতারে বেআইনি হামলা আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে। সদস্য রাষ্ট্রগুলোকে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা এবং এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা যুদ্ধের মধ্যস্থতাকারী দেশ কাতারে আর কোনো হামলার নির্দেশ দেবেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। কাতারে হামলা না চালালেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। একদিনের ব্যবধানে আরও ৬২ ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু প্রশাসন। নিহতদের মধ্যে ছয় বছর বয়সী যমজ শিশুও রয়েছে। এছাড়া ইসরাইলি বাহিনীর তীব্র বোমা হামলায় গাজা শহর ছেড়ে অন্যত্র পালিয়ে যেতে বাধ্য হচ্ছে হাজার হাজার ফিলিস্তিনি।
বিভি/এসজি
মন্তব্য করুন: