• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

‘দ্য নিউইয়র্ক টাইমস’ এর বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মানহানির মামলা করবেন ট্রাম্প

প্রকাশিত: ১১:৫৭, ১৬ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১১:৫৭, ১৬ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
‘দ্য নিউইয়র্ক টাইমস’ এর বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মানহানির মামলা করবেন ট্রাম্প

মার্কিন গণমাধ্যম ‘দ্য নিউইয়র্ক টাইমস’ এর বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলার বা প্রায় এক লাখ ৮৩ হাজার কোটি টাকার মানহানির মামলা করতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (১৫ সেপ্টেম্বর) নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, নিউইয়র্ক টাইমস যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট সংবাদমাধ্যম। ট্রাম্পের দাবি, এই সংবাদমাধ্যমটি উগ্র বামপন্থি ডেমোক্র্যাট পার্টির মুখপাত্র হিসেবে কাজ করে। গণমাধ্যমটি সর্বশেষ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের নির্বাচনী তহবিলে অবৈধভাবে অর্থায়ন করেছে। এছাড়া প্রায় এক দশকেরও বেশি সময় ধরে পত্রিকাটি ট্রাম্পের পরিবার ও পারিবারিক ব্যবসার বিরুদ্ধে মিথ্যাচার চালিয়েছে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। ১৫ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলাটি ফ্লোরিডা অঙ্গরাজ্যের আদালতে দায়ের করবেন ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্ক টাইমস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

বিভি/এসজি

মন্তব্য করুন: