• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

রাশিয়ার উপকূলে আঘাত হেনেছে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প 

প্রকাশিত: ০৯:৩৮, ১৯ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
রাশিয়ার উপকূলে আঘাত হেনেছে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প 

ফাইল ছবি

রাশিয়ার ফার ইস্ট অঞ্চলের কামচাতকা উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিলো ৭ দশমিক ৮ মাত্রা। ভূমিকম্প আঘাত হানার পর সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়। তাৎক্ষণিকভাবে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।  

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, কামচাতকা অঞ্চলের প্রশাসনিক কেন্দ্র পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহর থেকে প্রায় ১২৮ কিলোমিটার পূর্বে ভূমিকম্পটির উৎপত্তি। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে। 

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টারের (এনটিডাব্লিউসি) তথ্যানুযায়ী, অন্য কোনো মার্কিন বা কানাডীয় মহাদেশীয় এলাকা সতর্কতার আওতায় ছিল না। হাওয়াইকেও এই সতর্কতার বাইরে রাখা হয়েছিল। সংস্থাটি সতর্ক করেছিল, রাশিয়ার উপকূলের কিছু অংশে ৩-৯ ফুট (১-৩ মিটার) উচ্চতার সুনামির ঢেউ দেখা যেতে পারে।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পূর্ব রাশিয়ার এই অঞ্চলটিতে প্রশান্ত মহাসাগরীয় সাবমেরিন ফ্লিট এবং অসংখ্য বিমান ঘাঁটি রয়েছে। পেত্রোপাভলোভস্ক-কামচাতকাতেই ইয়েলিজোভো বিমান ঘাঁটি রয়েছে। এর পাশাপাশি ভলিউচিনস্ক সাবমেরিন ঘাঁটি, যা প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি। যা প্রায় ২০-৩০ কিলোমিটার দূরে অবস্থিত। এ ছাড়া, শারোমি বিমান ঘাঁটি ও একটি নৌবিমান ঘাঁটি শহর থেকে প্রায় ১৪৩ কিলোমিটার উত্তরে অবস্থিত।

সূত্র: রয়টার্স  

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2