• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

ভারতীয় ব্যবসায়ীদের মার্কিন ভিসা বাতিলের কারণ কী?

প্রকাশিত: ২২:৫৬, ১৮ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ভারতীয় ব্যবসায়ীদের মার্কিন ভিসা বাতিলের কারণ কী?

ভারতের কয়েকজন ব্যবসায়ী এবং করপোরেট নেতৃত্বের ভিসা বাতিল এবং প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাস এ তথ্য জানিয়েছে। তবে ওই ব্যবসায়ীদের পরিচয় প্রকাশ করেনি দূতাবাস।

যুক্তরাষ্ট্র জানায়, মাদকদ্রব্য ফেন্টানাইল তৈরিতে ব্যবহৃত প্রি-কর্সার পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। 
 
মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানায়, ‘বিপজ্জনক সিন্থেটিক মাদকদ্রব্য থেকে আমেরিকানদের নিরাপদ রাখার জন্য ট্রাম্প প্রশাসনের প্রচেষ্টাকে এগিয়ে নিতে ব্যবসায়িক নির্বাহী এবং কর্পোরেট নেতাদের ভিসা বাতিল এবং পরবর্তীকালে অস্বীকার করা হয়েছে।

এ বিষয়ে ভারতীয় কর্মকর্তাদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
 
দূতাবাসের তরফে জানানো হয়, বৃহস্পতিবারের এই পদক্ষেপ মার্কিন অভিবাসন ও জাতীয়তা আইনের বিভিন্ন ধারার অধীনে নেয়া হয়েছে। এর ফলে অভিযুক্ত এবং তার পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার ক্ষেত্রে অযোগ্য হিসেবে গণ্য হতে পারেন।

দূতাবাস আরও জানায়, ফেন্টানিল তৈরির জন্য ব্যবহৃত প্রি-কর্সার পাচারকারী সংস্থাগুলোর সঙ্গে যুক্ত আধিকারিকদের মার্কিন ভিসার আবেদন করার সময় কঠোর তদন্তের জন্য শনাক্ত করা হচ্ছে।
 
মার্কিন দূতাবাসের একজন মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্র কোম্পানি এবং ব্যক্তিদের নাম প্রকাশ করতে পারছে না।

এদিকে, চার্জ দ্য অ্যাফেয়ার্স জর্গান অ্যান্ড্রুজ বলেন, ‘নয়াদিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাস অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতিতে অটল। অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে মাদক উৎপাদন এবং পাচারের সাথে জড়িত ব্যক্তি এবং সংস্থাগুলোকে, তাদের পরিবারসহ, পরিণতির মুখোমুখি হতে হবে যার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার প্রত্যাখ্যান করাও অন্তর্ভুক্ত থাকতে পারে।’

এদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন কংগ্রেসে দেয়া এক বার্তায়, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, মায়ানমার ও চিন-সহ ২৩টি দেশকে বড় মাদক উৎপাদক ও পাচারকেন্দ্র বলে দাবি করেছেন।
 
সূত্র: হিন্দুস্তান টাইমস

বিভি/টিটি

মন্তব্য করুন: