• NEWS PORTAL

  • শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

ভেনিজুয়েলার ‘মাদকবাহী নৌযানে’ যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৩

প্রকাশিত: ০৯:৫৬, ২০ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ভেনিজুয়েলার ‘মাদকবাহী নৌযানে’ যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৩

ভেনেজুয়েলার ‘মাদকবাহী’ নৌযানে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  তিনি এও দাবি করেন, নৌযানটি যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছিল।

জানা যায়, গত কয়েক সপ্তাহের মধ্যে ভেনেজুয়েলার সন্দেহজনক মাদকবাহী নৌযানের ওপর যুক্তরাষ্ট্রের এটি তৃতীয় হামলা।

ট্রুথ পোস্টে ট্রাম্প লেখেন, যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ডের অঞ্চলে এই ‘প্রাণঘাতী হামলা চালানো হয়েছে- যা দক্ষিণ ও মধ্য আমেরিকার ৩১টি দেশ এবং ক্যারিবীয় অঞ্চলজুড়ে বিস্তৃত। গোয়েন্দা তথ্য নিশ্চিত করেছে যে, নৌযানটি অবৈধ মাদক পাচার করছিল এবং এটি আমেরিকানদের বিষ প্রয়োগের উদ্দেশ্যে পরিচিত একটি পাচারপথ দিয়ে চলাচল করছিল।

তিনি আরও লেখেন, হামলায় জাহাজে থাকা তিনজন পুরুষ নিহত হয়েছে। ঘটনাটি আন্তর্জাতিক জলসীমায় ঘটেছে। এই অভিযানে কোনো মার্কিন সেনা হতাহত হয়নি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র চলতি মাসেই ভেনেজুয়েলা থেকে যাত্রা করা কথিত মাদকপাচারকারী নৌযান লক্ষ্য করে আরও দুটি হামলা চালিয়েছে।  সর্বশেষ এই নৌযানে হামলার বিষয়ে ভেনেজুয়েলার পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2