গাজায় ২৪ ঘণ্টায় আরও ৪৩ জন নিহত

ইসরাইলের বর্বর হামলায় ফিলিস্তিনের গাজায় গত ২৪ ঘণ্টায় আরও ৪৩ জন নিহত হয়েছেন। গাজায় চলা ইসরাইলি আগ্রাসনে অন্তত ৬৫ হাজার ১৭৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। আলজাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩৩ জনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে এবং ১৪৬ জন আহত হয়েছেন। এতে ইসরাইলি হামলায় মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৬ হাজার ৭১ জনে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে ও সড়কে পড়ে আছেন কিন্তু উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।’
মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে আরও একজন ফিলিস্তিনি নিহত ও ১৭ জনের বেশি আহত হয়েছেন। এ নিয়ে গত ২৭ মে থেকে এখন পর্যন্ত ত্রাণ সহায়তা নিতে গিয়ে মোট ২ হাজার ৫১৪ জন নিহত এবং ১৮ হাজার ৪৩১ জনের বেশি আহত হয়েছেন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় অপুষ্টি ও অনাহারে শিশুসহ আরও চারজন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত অনাহার ও দুর্ভিক্ষ-সংক্রান্ত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪০ জনে, যার মধ্যে ১৪৭টি শিশু।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: