• NEWS PORTAL

  • রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

নেপালের জেন-জি আন্দোলনের নেতা নির্বাচনে লড়বেন

প্রকাশিত: ১৭:৪৪, ২৭ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
নেপালের জেন-জি আন্দোলনের নেতা নির্বাচনে লড়বেন

ছবি: সুদান গুরুং

জেন-জি আন্দোলনকারীরা চলতি মাসের শুরুতে গণঅভ্যুত্থানের মাধ্যমে নেপালে কেপি শর্মা অলি সরকারের পতন ঘটায় ।

এ আন্দোলনের অন্যতম পরিচিত মুখ সুদান গুরুং। জেন-জিদের নেতৃত্ব দেন তিনি। তাদের ব্যাপক বিক্ষোভের মুখে মাত্র দুইদিনে নেপালে সরকারের পতন ঘটে। এরপর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। তিনি দায়িত্ব নিয়েই ঘোষণা দেন ২০২৬ সালের মার্চে নতুন নির্বাচন হবে।

আর এ নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন জেন-জিদের ৩৬ বছর বয়সী নেতা সুদান গুরুং।


‘স্টার্ট হেয়ার্সের’ সান্দ্রা গাথম্যানকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি নির্বাচন করার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, তার দল ইতিমধ্যে সমর্থকদের জড়ো করার কাজ শুরু করেছে। তাদের ‘পরিবর্তনের জন্য আন্দোলনে’ যুক্ত করার চেষ্টা করা হচ্ছে। সুদান গুরুং ও তার দল চায়, নির্বাচনে যেন আগের সেই দুর্নীতিবাজ রাজনীতিবিদ ও দলগুলো অংশ নিতে না পারে।

তিনি বলেন, ‘পূর্বের সরকার ছিলো স্বার্থপর এবং দুর্নীতিবাজ রাজনীতিবিদে পরিপূর্ণ। পুরনো সরকার আমাদের রাজনীতিতে এনেছে। যদি তারা এমন রাজনীতি চায় তাহলে তারা এটিই পাবে। আমরা আগামী নির্বাচনে লড়বো কারণ আমরা এখনই পিছপা হবো না।’

তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নয়, তারা দলবদ্ধ হয়ে নির্বাচন করবেন বলে জানিয়েছেন সুদাং গুরুং। তিনি বলেন, ‘যদি আমি শুধুমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করি। তাহলে আমরা এই তরুণদের শক্তি পাবো না। একসঙ্গে আমরা শক্তিশালী।’

সুদান গুরুং ও তার দল শুধু দুর্নীতিবিরোধী নয়, তারা নেপালের পর্যটন খাতকে সমৃদ্ধ ও চীন ও ভারতের সঙ্গে সম্পর্ক শক্তিশালীকরণেও কাজ করবেন। তিনি বলেন, ‘আমরা ভারত ও চীনের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করবো। এটি হবে বাইরের কোনো শক্তির হস্তক্ষেপ ছাড়া। তাদের আমাদের সম্মান জানাতে হবে। আমাদেরও তাদের সম্মান জানাতে হবে।’

আগের সরকারের দুর্নীতিবাজ রাজনীতিবিদরা যেন মার্চের নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেজন্য দ্রুত সময়ের মধ্যে তাদের বিচার করার দাবি জানিয়েছেন সুদান গুরুং।

তিনি বলেন, ‘আমরা নিশ্চিত হবো দুর্নীতির তদন্ত সঠিকভাবে, সঠিক সময়ের মধ্যে হবে। যেন তারা নির্বাচনে অংশ নিতে না পারে।’

নিজে প্রধানমন্ত্রী হওয়ার জন্য লড়াই করবেন কি না এমন প্রশ্নের জবাবে সুদান গুরুং বলেছেন, ‘আমি বলবো না আমি যোগ্য ব্যক্তি। কিন্তু মানুষ যদি আমাকে বেঁছে নেয় আমি অবশ্যই প্রধানমন্ত্রী পদের জন্য লড়াই করবো।’

এছাড়া অনেকে তাকে ভয় দেখিয়ে নিবৃত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন সুদান গুরুং। তবে কোনো কিছুতে ভীত না হয়ে মানুষের জন্য লড়াই করে যাবেন বলে জানিয়েছেন তিনি। -সূত্র: আলজাজিরা

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2