• NEWS PORTAL

  • রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

হোয়াইট হাউস থেকে ট্রাম্পের নাতনির পোশাকের ব্র্যান্ড চালু

প্রকাশিত: ২১:১৩, ২৭ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
হোয়াইট হাউস থেকে ট্রাম্পের নাতনির পোশাকের ব্র্যান্ড চালু

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাতনি কাই নিজের নামে পোশাকের একটি ব্র্যান্ড চালু করেছেন। ব্র্যান্ডের প্রচারের জন্য হোয়াইট হাউসে কিছু ছবিও তুলেছেন তিনি। কাই ব্র্যান্ডের সুইটশার্ট ১৩০ মার্কিন ডলারে বিক্রির ঘোষণা দেওয়া হয়।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

গতকাল শুক্রবার হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপ করছিলেন ডোনাল্ড ট্রাম্প। এসময় ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের মেয়ে কাই নিজের ব্র্যান্ডের পোশাক পরে দাদার পাশে দাঁড়িয়েছিলেন।

ওয়াশিংটনে প্রেস কনফারেন্সে নিজের ১৮ বছর বয়সী নাতনিকে দেখিয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘যাই হোক, এ হলো কাই।’

গত বছর রিপাবলিকান জাতীয় সম্মেলনে সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছিলেন কাই। দাদার মতো নাতনিরও গলফ খেলা ভীষণ পছন্দের।

মার্কিন প্রেসিডেন্টের নাতি-নাতনিদের মধ্যে জ্যেষ্ঠ কাই। তিনি ২০২৬ সালে মায়ামি বিশ্ববিদ্যালয়ের গলফ টিমে যোগ দেওয়ার সম্ভাবনা আছে।

গত বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় নিজের পোশাক ব্র্যান্ড চালু করার ঘোষণা দিয়েছেন কাই।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2