• NEWS PORTAL

  • সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

ব্রিটিশ দম্পতির পর এবার মার্কিন নাগরিককে মুক্তি দিলো তালেবান সরকার

প্রকাশিত: ১৮:০৪, ২৯ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৮:০৪, ২৯ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ব্রিটিশ দম্পতির পর এবার মার্কিন নাগরিককে মুক্তি দিলো তালেবান সরকার

আফগানিস্তানের তালেবান সরকার রোববার বন্দি একজন মার্কিন নাগরিককে মুক্তি দিয়েছে। এক ব্রিটিশ দম্পতিকে মুক্তি দেওয়ার এক সপ্তাহ পর এই মার্কিন নাগরিককে মুক্তি দিল তালেবান।

মন্ত্রণালয় এক বিবৃতিতে মুক্তিপ্রাপ্ত ব্যক্তিকে আমির আমিরি নামে শনাক্ত করেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

আমিরকে জিম্মি বিষয়ক ওয়াশিংটনের বিশেষ দূত অ্যাডাম বোহেলারের কাছে হস্তান্তর করা হয়েছে। বোহেলার চলতি মাসের শুরুতে তালেবান সরকারের সংগে বন্দি বিনিময়ের সম্ভাবনা নিয়ে আলোচনা করার জন্য কাবুল সফর করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেশটির সরকারি নাম ব্যবহার করে জানিয়েছে, ‘আফগানিস্তান ইসলামি আমিরাত আজ আমির আমিরি নামে এক মার্কিন নাগরিককে কারাগার থেকে মুক্তি দিয়েছে।’

মন্ত্রণালয় আরো জানায়, ‘আফগানিস্তান সরকার নাগরিকদের সমস্যাগুলো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখে না এবং কূটনীতির মাধ্যমে সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করার চেষ্টা করে।’

আমিরির মামলা সম্পর্কে খুব কমই জানা যায়, কারণ এটি ব্যাপকভাবে প্রকাশিত হয়নি।মুক্তির বিষয়ে অবগত একজন কর্মকর্তা বলেন, ৩৬ বছর বয়সী আমিরি ‘২০২৪ সালের ডিসেম্বর থেকে আফগানিস্তানে আটক ছিলেন।’

কর্মকর্তা আরও বলেন, আমিরি মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার আগে চিকিৎসা পরীক্ষার জন্য কাতারের দোহায় কিছুক্ষণের জন্য থামবেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আমিরির মুক্তিকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, তাকে আফগানিস্তানে ‘ভুলক্রমে আটক’ করা হয়। 

আমিরিকে মুক্ত করতে সাহায্য করার জন্য কাতারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। রুবিও এক্স-এ লিখেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘স্পষ্ট করে দিয়েছেন যে বিদেশে অন্যায়ভাবে আটক প্রতিটি মার্কিন নাগরিক দেশে ফিরে না আসা পর্যন্ত আমরা থামব না।’

জানুয়ারিতে একজন আফগান যোদ্ধার বিনিময়ে দুই মার্কিন নাগরিককে মুক্তি দেওয়া হয়েছিল। ওই আফগান যোদ্ধার নাম খান মোহাম্মদ। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে মাদক-সন্ত্রাসবাদের জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন।

বোহলারের মার্চ মাসে কাবুল সফরের সময় দুই বছরেরও বেশি সময় আটক থাকার পর আরেক মার্কিন নাগরিক এয়ারলাইন মেকানিক জর্জ গ্লেজম্যানকে মুক্তি দেওয়া হয়। মাহমুদ হাবিবি নামে আরও এক মার্কিন নাগরিক আফগানিস্তানে বন্দি রয়েছে। তাকে খুঁজে বের করার তথ্যের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ৫ মিলিয়ন ডলার পুরষ্কার  ঘোষণা করছে। 

তবে তালেবান কর্তৃপক্ষ ২০২২ সালে তার নিখোঁজের সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছে। মাত্র এক সপ্তাহ আগে, ৮০ বছর বয়সী ব্রিটিশ পিটার রেনল্ডস ও তার ৭৬ বছর বয়সী স্ত্রী বার্বি কাবুলের একটি কারাগার থেকে মুক্তি পান। তারা প্রায় আট মাস আটক ছিলেন।

কেন তাদেরকে আটক করা হয়েছিল, সে ব্যাপারে তালেবান কর্তৃপক্ষ কিছু জানায়নি।

এই দম্পতি ১৯৭০ সালে কাবুলে বিয়ে করেন ও প্রায় দুই দশক ধরে আফগানিস্তানে বসবাস করেন এবং আফগান নাগরিকত্বও নিয়েছিলেন। তারা নারী ও শিশুদের জন্য শিক্ষামূলক কর্মসূচি পরিচালনা করছেন। 

সমস্ত মুক্তি কাতারের মধ্যস্থতায় হয়েছে। অন্যান্য অনেক পশ্চিমা দেশের মতো মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য উভয়ই আফগানিস্তানে ভ্রমণের বিরুদ্ধে দেশ দু’টির নাগরিকদের সতর্ক করে দিয়েছে।

রাশিয়া একমাত্র দেশ যারা আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2