• NEWS PORTAL

  • সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি

প্রকাশিত: ১৮:৪৬, ২৯ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি

নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং চারজন সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

সোমবার (২৯ সেপ্টেম্বর) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এই তথ্য জানিয়েছেন। এই মাসের শুরুতে মারাত্মক অস্থিরতার তদন্তের অংশ হিসেবে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

৮ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নেপাল সরকারের নিষেধাজ্ঞার প্রতিবাদে শুরু হয় বিক্ষোভ। পরে অর্থনৈতিক দুর্দশা ও দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তীব্র করে নেপালের তরুণরা। কয়েকদিনের নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষের পর তা মারাত্মক দমন-পীড়নের শিকার হয় এবং দ্রুত দেশব্যাপী ছড়িয়ে পড়ে।

কমপক্ষে ৭৩ জন নিহত হন। সংসদ ও সরকারি অফিসে আগুন দেয়া হয় এবং সরকারকে উৎখাত করা হয়।

সাবেক প্রধানমন্ত্রী ছাড়াও, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক, জাতীয় তদন্ত বিভাগের সাবেক প্রধান, নিরাপত্তা সংস্থার সাবেক প্রধান, হুতরাজ থাপা এবং আরও দুইজন সিনিয়র আমলাদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। 

এদিকে, নেপালের সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন সুশীলা কার্কি। ২০২৬ সালের মার্চ মাসে নির্বাচন পর্যন্ত সুশীলা কার্কি সহিংসতা তদন্তের জন্য একটি কমিশন গঠন করেছেন।

২৮ সেপ্টেম্বর কমিশন ব্যবস্থা গ্রহণের সুপারিশ করার পর, স্বরাষ্ট্রমন্ত্রী ওম প্রকাশ আরিয়াল সোমবার (২৯ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমকে জানান, নিষেধাজ্ঞা ইতিমধ্যেই কার্যকর হয়েছে।

এদিকে, রোববার কমিশনের সদস্য বিজ্ঞান রাজ শর্মা এক বিবৃতিতে বলেন যে, কাঠমান্ডু উপত্যকা ত্যাগ করার জন্যও এই পাঁচজনকে অনুমতি নিতে হবে কারণ তাদের যেকোনো সময় তদন্তের জন্য হাজির হতে হতে পারে।

অন্যদিকে, সাবেক প্রধানমন্ত্রী অলি অভিযোগ করেছেন যে বিক্ষোভের সময় অনুপ্রবেশকারীরা সহিংসতা উস্কে দিয়েছে এবং বলেছেন যে বিক্ষোভে দেখা আগ্নেয়াস্ত্রগুলো অন্য কোথাও থেকে এসেছে।
 
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2