• NEWS PORTAL

  • শনিবার, ০৪ অক্টোবর ২০২৫

ফিলিপাইনের ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৭০

প্রকাশিত: ১১:৫৬, ১ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
ফিলিপাইনের ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৭০

ছবি: বিবিসি

টাইফুন রাগাসার আঘাত সামলে না উঠতেই শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ফিলিপাইনে। এপর্যন্ত অন্তত ৭০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত একশ'র বেশি। জারি হয়েছে সুনামি সতর্কতা। 

ফিলিপাইনের কেন্দ্রীয় অঞ্চলে স্থানীয়সময় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএস জানিয়েছে, ভিসায়ান দ্বীপপুঞ্জের বিভিন্ন এলাকায় ৫ লাখের বেশি মানুষ এই ভূমিকম্পের তীব্র কম্পন অনুভব করেন। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেবু ও লেইটে দ্বীপের উত্তরাঞ্চল।

স্থানীয় কর্তৃপক্ষ উদ্ধারকর্মী পাঠিয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পটি স্থানীয়ভাবে সুনামির আশঙ্কা তৈরি করেছে।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2