হাইরিস্ক জোনে ঢুকে পড়েছে গাজা অভিমুখী নৌ বহর

ছবি: টাইম্স অব ইসরাইল
গাজা অভিমুখী আন্তর্জাতিক স্বেচ্ছাসেবীদের সর্ববৃহৎ নৌ বহর-দ্য গ্লোবাল সুমুদ ফ্লোটিলা হাইরিস্ক জোনে ঢুকেছে। হামলার পাশাপাশি এই বহরে বাধা দিতে দখলদার ইসরাইলের অপতৎপরতায় বাড়ছে উদ্বেগ। বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী শহিদুল আলম ওই বহরে আছেন।
বুধবার (১ অক্টোবর) সকালে গাজা উপকূল থেকে থেকে ১৫০ নটিক্যাল মাইল দূরে থাকা অবস্থায় বহরে থাকা দু'টি নৌযানের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর পেছনে ইসরাইলের কারসাজিকে দোষারোপ করেছেন বহরে থাকা স্বেচ্ছাসেবীরা। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নিরাপত্তায় একাধিক ড্রোন দিয়ে নজরদারি অব্যাহত রেখেছে তুরস্ক। জরুরি খাদ্য ও চিকিৎসা সরঞ্জাম পৌছে দিয়েছে তুরস্কের রেডক্রিসেন্ট শাখা।
৪৫টি নৌযানের বহরে পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, বাংলাদেশের আলোকচিত্রী শহিদুল আলম, ইউরোপীয়ান পার্লামেন্টে রিমা হাসান ও এমা ফোরেউ, বিভিন্ন দেশের স্বেচ্ছাসেবীসহ অন্তত চারশ' সাতানব্বই জন রয়েছেন। বহরে থাকা মালয়েশিয়ার ৩৪ জনের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলে উৎসাহ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম।
এদিকে, নৌ বহরটি গাজায় ভিড়তে দেয়া হবে না উল্লেখ করে ইসরাইলের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে অভিযানের জন্য প্রস্তুতি নিয়েছে কমান্ডোরা। এরআগে, এই নৌবহরের যাত্রাপথে ড্রোন হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। সূত্র: রয়টার্স
বিভি/এমআর
মন্তব্য করুন: