• NEWS PORTAL

  • শনিবার, ০৪ অক্টোবর ২০২৫

যুক্তরাষ্ট্রে বাজেট নিয়ে অচলাবস্থা, ফের শাটডাউন

প্রকাশিত: ১২:২৫, ১ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
যুক্তরাষ্ট্রে বাজেট নিয়ে অচলাবস্থা, ফের শাটডাউন

ফাইল ছবি

সিনেটররা শেষ মুহূর্তের তহবিল সংক্রান্ত বিল পাস করতে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে শাটডাউন। রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে সমঝোতা না হওয়ায় স্থানীয় সময় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১২টা ১ মিনিটে (বাংলাদেশ সময় ভোর ৪টা ১ মিনিট) থেকে কার্যত শাটডাউন শুরু হয়েছে। এতে করে অচলাবস্থায় পড়েছে ট্রাম্প প্রশাসন।   

২০১৮ সালের পর এটিই প্রথম সরকারি শাটডাউন। ফলে এখন লাখে কর্মী অবৈতনিক ছুটিতে থাকবেন এবং অনেক সরকারি কর্মসূচি ও পরিষেবা বন্ধ হয়ে যাবে।

এই পরিস্থিতির জন্য ডেমোক্র্যাট এবং রিপাবলিকানরা একে অপরকে দোষারোপ করা শুরু করেছে। ডেমোক্র্যাটরা জোর দিয়ে বলেছেন, যেকোনো ব্যয় বিলের মধ্যে অতিরিক্ত স্বাস্থ্যসেবা ভর্তুকি অন্তর্ভুক্ত করা উচিত, অন্যদিকে রিপাবলিকানরা বলছেন দুটি বিষয় আলাদাভাবে মোকাবিলা করা উচিত।

এদিন হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, এই শাটডাউনে তিনি এমন কিছু পদক্ষেপ নিতে পারেন, যা ডেমোক্র্যাটদের জন্য ‘খারাপ’ হবে। তাঁর ভাষায়, ‘আমরা এমন কিছু করতে পারি যা তাদের পছন্দের মানুষকে বাদ দেবে, তাদের পছন্দের কর্মসূচি বাতিল করবে। এগুলো তাদের জন্য খারাপ হবে।’ এ ছাড়া সরকারের কার্যক্রম বন্ধ হলে অনেক ভালো দিকও আসতে পারে বলে জানান ট্রাম্প।

শাটডাউন কী

যুক্তরাষ্ট্রে প্রতি অর্থবছরে সরকারের বিভিন্ন দপ্তরের কাজ চালানোর জন্য মার্কিন কংগ্রেসকে অর্থ বরাদ্দ করতে হয়। অর্থবছর শুরু হয় ১ অক্টোবর থেকে। যদি এই সময়ের মধ্যে সিনেট সদস্যরা একমত হয়ে ব্যয় বরাদ্দ চূড়ান্ত করতে না পারেন, তবে বিভিন্ন দফতরের কার্যক্রম বন্ধ হয়ে যায়।

ফলে যতদিন পর্যন্ত কংগ্রেস থেকে অর্থ বরাদ্দ না করা হচ্ছে, ততদিন দফতরগুলো বন্ধ থাকবে। ১০০ সদস্যের মার্কিন সিনেটে রিপাবলিকানদের সংখ্যা ৫৩। যে কোনও বিল পাস করাতে অন্তত ৬০টি ভোটের প্রয়োজন হয়। সেই হিসেবে সাত জন ডেমোক্র্যাট সদস্যের সমর্থন তাদের প্রয়োজন ছিল। সরকারি তহবিল সংক্রান্ত বিলে তা হয়নি। বিলটি ৪৭–৫৩ ভোটে প্রত্যাখ্যাত হয়।

আর সেই কারণে সিনেটের অনুমোদনও মেলেনি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ব্যয় বাজেট গঠনকারী ১২টি বিলের কোনওটিই এখনও আইনসভার দুই কক্ষে পাস হয়নি। ফলে শাটডাউনটি হতে চলেছে ‘সম্পূর্ণ শাটডাউন’।


 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2