• NEWS PORTAL

  • শনিবার, ০৪ অক্টোবর ২০২৫

একাকিত্ব কাটাতে ৭৫ বছর বয়সে বিয়ে, স্থায়ী হলো না আনন্দ; পরদিনই মৃত্যু!

প্রকাশিত: ১৭:৫৩, ১ অক্টোবর ২০২৫

আপডেট: ১৭:৫৩, ১ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
একাকিত্ব কাটাতে ৭৫ বছর বয়সে বিয়ে, স্থায়ী হলো না আনন্দ; পরদিনই মৃত্যু!

একাকিত্ব কাটাতে ৭৫ বছর বয়সে বিয়ে করেছিলেন ৩৫ বছরের এক নারীকে। কিন্তু কৃষক সাংরু রামের সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। বিয়ের পরদিন সকালেই মৃত্যু হয়েছে সাংরু রামের। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের জৌনপুর জেলার একটি গ্রামে। 

অন্যদিকে বৃদ্ধ সাংরু রামের আকস্মিক মৃত্যুতে জল্পনার সৃষ্টি হয়েছে। অনেকেই ঘটনাটিকে সন্দেহের চোখে দেখছেন।

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, বছরখানের আগে সাংরু রামের প্রথম স্ত্রী মারা যান। নিঃসন্তান হওয়ায় এরপর থেকে একাকী জীবন কাটাচ্ছিলেন তিনি। এ কারণে বিয়ে করার সিদ্ধান্ত নেন সাংরু। প্রতিবেশীরা তার এই সিদ্ধান্তের বিরোধীতা করলেও তিনি সিদ্ধান্তে অটল ছিলেন।

গত সোমবার (২৯ সেপ্টেম্বর) ৩৫ বছর বয়সী মানভাবতীকে বিয়ে করেন তিনি। প্রথমে আদালতে তাদের আইনি বিবাহ সম্পন্ন হয় এবং পরে স্থানীয় একটি মন্দিরে ঐতিহ্যবাহী রীতি পালন করা হয়।

মানভাবতী জানান, বিয়ের রাতে তারা দীর্ঘ সময় আলাপ করেছেন। পরে মঙ্গলবার সকালে হঠাৎ সাংরু রামে শারীরিক অবস্থার অবনতি হয়। দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2