• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

শান্তি প্রস্তাবে আংশিক সম্মত হামাস, অবিলম্বে গাজায় হামলা বন্ধের নির্দেশ ট্রাম্পের

প্রকাশিত: ০৯:১০, ৪ অক্টোবর ২০২৫

আপডেট: ০৯:১০, ৪ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
শান্তি প্রস্তাবে আংশিক সম্মত হামাস, অবিলম্বে গাজায় হামলা বন্ধের নির্দেশ ট্রাম্পের

গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনায় হামাসের আংশিক রাজি হওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামাসের সিদ্ধান্তের পরই অবিলম্বে গাজায় হামলা বন্ধ করতে ইসরাইলকে নির্দেশ দিয়েছেন তিনি। 

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেন, হামাস স্থায়ী শান্তির জন্য প্রস্তুত। জিম্মিদের নিরাপদে ফিরিয়ে আনতে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে হবে। এই হামলার মধ্যে জিম্মিদের ফিরিয়ে আনা বিপজ্জনক। 

এরআগে, হামাস টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে বলে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে বন্দি বিনিময় প্রক্রিয়া মেনে জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দিতে রাজি তারা। তবে বন্দি বিনিময়ের জন্য মাঠ পর্যায়ের শর্ত মানতে হবে। মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনায় বসতে প্রস্তুত বলেও জানায় সংগঠনটি। একই সঙ্গে গাজার প্রশাসন স্বাধীন ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের হাতে হস্তান্তরের কথাও জানিয়েছে ফিলিস্তিনি সংগঠনটি।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2