গাজায় হামলা বন্ধের আহ্বানে ইতিবাচক সাড়া নেতানিয়াহুর

ফাইল ছবি
গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরাইলের প্রতি ট্রাম্পের আহ্বানে ইতিবাচক সাড়া দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গাজায় অভিযান বন্ধের জন্য ইসরাইয়েল প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।
ফিলিস্তিনের গাজা উপত্যায় যুদ্ধের অবসানের জন্য গত সপ্তাহে ২০টি পয়েন্ট সম্বলিত নতুন একটি প্রস্তাব পেশ করেন ট্রাম্প। ইসরাইল আগেই এই প্রস্তাবে সম্মতি জানায়। গতকাল শুক্রবার তাতে সম্মতি জানায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসও।
শুক্রবার এক বিবৃতিতে হামাসের হাইকমান্ড জানায়, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাব মেনে নিয়ে নিজেদের কব্জায় থাকা সব জিম্মিকে মুক্তি দিতে এবং গাজার প্রশাসনিক ক্ষমতা হস্তান্তর করতে রাজি আছে হামাস।
হামাস এই বিবৃতি দেওয়ার পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি বার্তা পোস্ট করেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে তিনি বলেন, ইসরাইলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ ও সামরিক অভিযান বন্ধ করতে হবে। ট্রাম্প এই বার্তা পোস্ট করার কিছুক্ষণের মধ্যে এতে সাড়া দিয়ে বিবৃতি দেয় বেঞ্জামিন নেতানিয়াহুর দফতর।
সূত্র: টাইমস অব ইসরাইল
বিভি/এসজি
মন্তব্য করুন: