• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

মরক্কোতে জেন-জি বিক্ষোভ অব্যাহত 

প্রকাশিত: ১৩:৩১, ৪ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
মরক্কোতে জেন-জি বিক্ষোভ অব্যাহত 

ছবি: মিডল ইস্ট আই

বেকারত্বের অবসান, দুর্নীতি দমন এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবা পরিষেবার মান বৃদ্ধির দাবিতে জেন-জি প্রজন্মের বিক্ষোভে উত্তাল উত্তর আফ্রিকার দেশ মরক্কো।

টানা এক সপ্তাহ ধরে চলা বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশটির অন্তত ১১টি শহরে। তরুণ-তরুণীদের বিক্ষোভে নামার আহ্বান জানিয়ে টিকটক, ইনস্টাগ্রাম এবং গেমিং অ্যাপগুলোতে প্রচারণা চলাচ্ছে জেন-জি টু-ওয়ান-টু নামের একটি সংগঠন।

শুক্রবার (০৩ অক্টোবর) বিক্ষোভে অংশ নেওয়া তরুণ প্রজন্মের দাবি, খেলার মাঠ নয়, স্বাস্থ্যসেবার উন্নতি করা হোক। দেশের পরিবর্তন আনতে প্রধানমন্ত্রী আজিজ আখান্নৌচের পদত্যাগ দাবি করেন বিক্ষোভকারীরা। এরইমধ্যে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের কয়েক দফায় সংঘর্ষ ঘটেছে।

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি ও টিয়ারশেল ছোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এতে এ পর্যন্ত তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। কোথাও কোথাও লুটপাটের ঘটনাও ঘটেছে।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2