• NEWS PORTAL

  • রবিবার, ০৫ অক্টোবর ২০২৫

ইসরাইলের গুপ্তচরবৃত্তি করায় ৬ জনকে ফাঁসি দিলো ইরান

প্রকাশিত: ১৯:৫৯, ৪ অক্টোবর ২০২৫

আপডেট: ২০:১৯, ৪ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
ইসরাইলের গুপ্তচরবৃত্তি করায় ৬ জনকে ফাঁসি দিলো ইরান

ইসরাইলের সঙ্গে সম্পৃক্ত একটি বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী নেটওয়ার্কের ছয় সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। শনিবার (৪ অক্টোবর) সকালে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে এই দণ্ড কার্যকর হয়।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সি জানায়, দণ্ডপ্রাপ্তরা একাধিক সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের অপরাধের মধ্যে ছিল চারজন নিরাপত্তা বাহিনীর সদস্যকে হত্যা এবং খোররামশাহর শহরে বোমা হামলা চালানো। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে প্রকাশ করা হবে।

শুধু মৃত্যুদণ্ডই নয়, সাম্প্রতিক সময়ে জাতীয় নিরাপত্তা রক্ষায় আরও কঠোর অবস্থান নিয়েছে ইরান। গত সপ্তাহে গার্ডিয়ান কাউন্সিলের মুখপাত্র হাদি তাহান নাজিফ ঘোষণা দেন—গুপ্তচরবৃত্তির শাস্তি বৃদ্ধি এবং বেসামরিক ড্রোন ব্যবহারে নিয়ন্ত্রণ সংক্রান্ত দুটি বিল অনুমোদন পেয়েছে। ফলে এগুলো এখন থেকে আইন হিসেবে কার্যকর হবে।

নাজিফ বলেন, সংসদে পাস হওয়া সংশোধিত আইনগুলো শরিয়াহ নীতি ও সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। নতুন আইনে বিশেষভাবে ইসরায়েলসহ ইরানের জাতীয় স্বার্থবিরোধী দেশগুলোর সঙ্গে গুপ্তচরবৃত্তি বা সহযোগিতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।

অন্যদিকে, নতুন ড্রোন আইনটি দূরনিয়ন্ত্রিত বেসামরিক ড্রোন ব্যবহারের নিরাপত্তা, লাইসেন্স প্রদান এবং তদারকি নিশ্চিতের জন্য একটি আইনি কাঠামো তৈরি করবে।

গার্ডিয়ান কাউন্সিল জানায়, ইসরাইলের চাপানো সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধ চলাকালে এই দুটি আইন সংসদে পাস হয়। সব আনুষ্ঠানিক ধাপ শেষ করে এখন তা বাস্তবায়নের জন্য প্রেসিডেন্টের কাছে পাঠানো হয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2