• NEWS PORTAL

  • রবিবার, ০৫ অক্টোবর ২০২৫

ফ্লোটিলার নেতৃত্ব দেওয়া থুনবার্গকে খাবার দিচ্ছে না ইসরাইল 

প্রকাশিত: ২২:৪৭, ৪ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
ফ্লোটিলার নেতৃত্ব দেওয়া থুনবার্গকে খাবার দিচ্ছে না ইসরাইল 

ছবি: গ্রেটা থুনবার্গ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইলের অবৈধ নৌ অবরোধ ভাঙতে যাওয়া পরিবেশবাদী অধিকারকর্মী গ্রেটা থুনবার্গকে ইসরাইলি কারাগারে তৃষ্ণার্ত ও ক্ষুধার্ত রাখা হচ্ছে।

গত সপ্তাহে ৪৫টি জাহাজে করে প্রায় ৫০০ অধিকারকর্মী গাজার কাছাকাছি যান। ওই সময় আন্তর্জাতিক জলসীমা থেকে তাদের অপহরণ করে নিয়ে যায় ইসরাইলি নৌ কমান্ডোরা। তাদের মধ্যে প্রায় ১৪১ জনকে দখলদার ইসরায়েল ছেড়ে দিয়েছে। বাকিরা এখনো ইসরাইলি কারাগারে আটক আছেন।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামে এই নৌবহরের নেতৃত্ব দিয়েছিলেন গ্রেটা থুনবার্গ। তাকে অপহরণ করে ইসরাইলি  কারাগারে আটকে রাখা হয়েছে।

সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ইমেইলের বরাতে আজ শনিবার (৪ অক্টোবর) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

সুইডিশ মন্ত্রণালয় থুনবার্গের সহযোগী কাছে ইমেইলে লিখেছে, ‘আমাদের দূতাবাস গ্রেটার সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিলো। তিনি পানিশূন্যতার কথা জানিয়েছেন। এছাড়া তাকে পর্যাপ্ত খাবার ও পানি দেওয়া হচ্ছে না। এছাড়া ছারপোকার কারণে শরীরে র‌্যাস দেখা দিয়েছে বলেও জানিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন, কারাগারের অবস্থা খুব খারাপ। এছাড়া শক্ত জিনিসের ওপর তাকে দীর্ঘ সময় বসে থাকতে হচ্ছে।’

সুইডিশ মন্ত্রণালয় আরও বলেছে, ‘আরেকজন বন্দি আরেক দূতাবাসকে জানিয়েছেন, তিনি দেখতে পেয়েছেন গ্রেটা থুনবার্গকে ছবি তোলার জন্য একটি পতাকা হাতে দাঁড়িয়ে ছবি তুলতে বাধ্য করা হচ্ছে। এসব ছবি বাইরে ছড়ানো হয়েছে কি না তিনি তা জানতে চেয়েছেন।’

ফ্লোটিলার অধিকারকর্মীদের নেগেভের কেৎজিওত কারাগারে আটকে রেখেছে ইসরাইল।- সূত্র: দ্য গার্ডিয়ান


 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2