প্রথম ধাপে গাজা থেকে সেনা প্রত্যাহারে রাজি হয়েছে ইসরাইল: ট্রাম্প

ছবি: ডোনাল্ড ট্রাম্প
ইসরাইল প্রথম ধাপে গাজা থেকে সেনা প্রত্যাহারে রাজি হয়েছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার (৪ অক্টোবর) সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, হামাস নিশ্চিত করলেই যুদ্ধবিরতি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
তবে ট্রাম্পের কথার পূর্ণ প্রতিফলন দেখছে না গাজাবাসী। যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনা হামাস মেনে নেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ইসরাইলকে গাজায় হামলা বন্ধের নির্দেশ দেন। ইসরাইল তাদের অভিযান সীমিত করার কথা বলেও হামলা অব্যাহত রেখেছে। একদিনের ব্যবধানে ভূখণ্ডটিতে অন্তত ৭০ ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। এরমধ্যে গাজাসিটিতে হত্যা করেছে ৪০ জনকে। শহরটি থেকে ১০ লাখের বেশি ফিলিস্তিনিকে জোরপূর্বক দক্ষিণে পাঠিয়েছে ইসরাইল। এছাড়া দক্ষিণ গাজার আল-মাওয়াসি শরণার্থী শিবিরেও হামলা অব্যাহত আছে।
এদিকে, নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকের পর ১৪১ অধিকার কর্মীকে দেশে ফেরত পাঠানোর দাবি করেছে ইসরাইলি প্রশাসন। অন্যদেরও দেশে পাঠানোর প্রক্রিয়া চলমান আছে।
বিভি/এআই
মন্তব্য করুন: