যুদ্ধবিমানের ধ্বংসস্তূপের নিচেই পুরো ভারতকে কবর দেওয়ার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

ছবি: খাজা আসিফ
যুদ্ধবিমানের ধ্বংসস্তূপের নিচেই পুরো ভারতকে কবর দেওয়ার হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।
স্যোশাল মিডিয়ায় এক পোস্টে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ভারতের নেতারা পাকিস্তান নিয়ে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়ে তাদের হারানো বিশ্বাস ফিরে পাওয়ার ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এসব বক্তব্য শীর্ষ মহল থেকে চাপের কারণে আসছে বলেও দাবি করেন তিনি।
আসিফ বলেন, ভারতের জনমত এখন শাসক দলের বিরুদ্ধে চলে গেছে। নেতাদের কথায় সেটিই ফুটে উঠছে। পাকিস্তান আল্লাহর নামে প্রতিষ্ঠিত রাষ্ট্র, সেনারা সেটি রক্ষা করতে প্রস্তুত আছে বলে জানান পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী।
সাম্প্রতিক সময়ে ভারতের সেনাপ্রধান পাকিস্তানের মানচিত্র মুছে ফেলার হুমকি দেন। এছাড়া ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পাকিস্তানের ইতিহাস ও ভূগোল বদলে দেওয়ার হুঁশিয়ারি দেন। পাল্টাপাল্টি প্রতিক্রিয়া নিয়ে দু'দেশের মধ্যে উত্তেজনা বাড়ছেই।
বিভি/এআই
মন্তব্য করুন: