নেপাল-দার্জিলিংয়ে আকস্মিক বন্যা ও ভূমিধস, মৃত্যু ৬৪

ছবি: দার্জিলিংয়ে ভূমিধস
টানা বৃষ্টিতে ভারতের দার্জিলিং আর নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ৬৪ জনের প্রাণহানি হয়েছে। অনেকে নিখোঁজ থাকায় বাড়তে পারে মৃতের সংখ্যা। রাস্তা ও সেতু ধসে আটকে পড়া পর্যটকদের থেকে বাড়তি ভাড়া না নেওয়ার নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
স্থানীয় সময় শনিবার (৪ অক্টোবর) রাত থেকে টানা ১২ ঘন্টা বৃষ্টি অব্যাহত থাকায় মিরিক আর সুখিয়া পোখারির একাধিক স্থানে ভূমি ধস হয়। সুখিয়া থেকে উদ্ধার করা হয়েছে অন্তত সাতজনের মৃতদেহ। মিরিকে লোহার সেতু ভেঙে প্রাণহানি হয়েছে অন্তত ৯ জনের। সেতু ধসের কারণে শিলিগুড়ি থেকে মিরিক আর দার্জিলিংয়ের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ভারি বৃষ্টিতে তিস্তা নদীর পানি বেড়ে তলিয়ে যায় জাতীয় মহাসড়ক।
একাধিক নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বনাঞ্চলেও পানি ঢুকে পড়ায় লোকালয়ে চলে আসছে বন্যপ্রাণীরা। বিচ্ছিন্ন সিকিম ও কলিম্পংয়ের যোগাযোগ ব্যবস্থা। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বন্ধ করে দেয়া হয়েছে জনপ্রিয় পর্যটন স্পট-রক গার্ডেন ও টাইগার হিল।
অবরুদ্ধ পর্যটকদের আতঙ্কিত না হতে বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হোটেলে বাড়তি ভাড়ার বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে দেখা হবে বলে আশ্বস্ত করেছেন তিনি। ভারি বৃষ্টিতে বিপর্যস্ত নেপালে অন্তত ৪৭ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার থেকে টানা বৃষ্টিতে বজ্রপাত, আকস্মিক বন্যা আর রাস্তাঘাট ধসে অন্যান্য এলাকার সাথে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে কাঠমান্ডু।
বিভি/এমআর
মন্তব্য করুন: