হামাস-ইসরাইলের প্রথম দিনের বৈঠকে ইতিবাচক বার্তা

গাজায় শান্তি পরিকল্পনা বাস্তবায়নে মিশরে হামাস ও ইসরাইলের মধ্যে প্রথম দিনের পরোক্ষ বৈঠক সফলভাবে শেষ হয়েছে। সোমবার (৬ অক্টোবর) বন্দি ও আটক ব্যক্তিদের মুক্তির প্রক্রিয়া নিয়ে উভয় পক্ষ বেশকিছু ইতিবাচক বার্তা দেয়।
মিশর ও কাতারের মধ্যস্থতায় মঙ্গলবার (৭ অক্টোবর) চলবে দ্বিতীয় দিনের বৈঠক।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধ বন্ধে ২০ দফা প্রস্তাব দিয়েছেন। এই প্রস্তাবের ভিত্তিতে ফিলিস্তিনের স্বাধীতাকামী সংগঠন হামাস আংশিকভাবে রাজি হয়েছে।
ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে মিশরে এই বৈঠকের আয়োজন করা হলেও গাজায় থেমে নেই ইসরাইলি হত্যাযজ্ঞ।
একদিনের ব্যবধানে আরও ১০ ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: