• NEWS PORTAL

  • শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

‘আল-আকসার মালিক এখন ইসরাইল’ বেনগভিরের বক্তব্যে ক্ষুব্ধ আরব বিশ্ব

প্রকাশিত: ১৫:১৬, ৯ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
‘আল-আকসার মালিক এখন ইসরাইল’ বেনগভিরের বক্তব্যে ক্ষুব্ধ আরব বিশ্ব

গাজা যুদ্ধের অবসানের বিষয়ে মিশরে যখন ইসরাইল এবং হামাসের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে, তখন ইসরাইলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী, ইতামার বেন গভির বুধবার আল-আকসা প্রাঙ্গণ পরিদর্শন করে ঘোষণা দিয়েছেন ‘আল-আকসার মালিক এখন ইসরাইল।’ এতে করে আরব বিশ্বে ক্ষোভ ছড়িয়ে পড়ছে।

অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত আল-আকসায় বেন গভিরের ১১তম সফর, যেখানে ইসলামের তৃতীয় পবিত্র স্থান রয়েছে। মসজিদ প্রাঙ্গণে দাঁড়িয়েই বেন গভির দাবি করলেন যুদ্ধ জয়ের। বললেন, আল-আকসা এখন ইসরাইলের। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

আর সেই ঘটনা ঘিরে নতুন করে উত্তেজনা ছড়াল পশ্চিম এশিয়ায়। সৌদি আরব, জর্ডনসহ একাধিক দেশ গভিরের এই দাবির কড়া নিন্দা করেছে। বেন-গভিরের এই আগ্রাসী মন্তব্য এমন সময় ঘটল, যখন মুসলিম বিশ্ব বারবার আল-আকসার পবিত্রতা রক্ষায় আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়ে আসছে। তার এই সফরকে ফিলিস্তিনি ও আরব নেতারা নতুন করে উসকানি ও দখলদার নীতির অংশ হিসেবে দেখছেন। 

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরবও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘আল-আকসা চত্বরে দখলদার বাহিনীর নিরাপত্তায় ইসরাইলি কর্মকর্তা ও অবৈধ বসতিস্থাপনকারীদের তাণ্ডবের কঠোর নিন্দা জানাচ্ছে সৌদি আরব।’

ফিলিস্তিনি ভূখণ্ড ওয়েস্ট ব্যাঙ্কের অংশ পূর্ব জেরুজালেম আদতে ইসরাইল অধিকৃত অঞ্চল। সেখানেই রয়েছে সারা বিশ্বের ইসলাম ধর্মাবলম্বীদের এই পবিত্র আল আকসা মসজিদ। আবার সেই চত্বরেই রয়েছে ইহুদিদের ধর্মস্থান টেম্পল মাউন্ট। 

‘স্পর্শকাতর’ এই এলাকা ঘিরে অতীতেও একাধিক বার সংঘাতে জড়িয়েছে ইসরাইল  এবং প্যালেস্টাইন। এই পরিস্থিতিতে বুধবার ইসরাইলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী আল আকসা চত্বরে দাঁড়িয়ে গাজ়ায় চূড়ান্ত বিজয়ের কথা ঘোষণা করেন। হামাসও এই সফরের নিন্দা করেছে, এটিকে ‘ইচ্ছাকৃত উসকানি’ বলে অভিহিত করেছে। আল-আকসার পবিত্রতা এবং বিশ্বব্যাপী মুসলমানদের অনুভূতিকে ধাক্কা দেবার অভিযোগ তুলেছে বেন গভির বিরুদ্ধে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2