• NEWS PORTAL

  • শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে কঠিন জবাব দেওয়া হবে: ইরান 

প্রকাশিত: ১৬:১৭, ৭ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে কঠিন জবাব দেওয়া হবে: ইরান 

ছবি: ফাইল ফটো

আবারও যুক্তরাষ্ট্র বা তার মিত্র পক্ষ যদি ইরানের মাটিতে হামলা চালায় তবে তার কঠিন জবাব দেওয়া হবে। পরমাণু কর্মসূচি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর সোমবার (৬ অক্টোবর) ইরানের বিপ্লবী গার্ডের পক্ষ থেকে এই পাল্টা এই হুঁশিয়ারি দেয়া হয়।

ইরানের বিপ্লবী গার্ড বলছে, তেহরানের মাটিতে একবার হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র আইন ভঙ্গ করেছে। পরমাণু ইস্যুতে আলোচনার ব্যাপারে খুব একটা আগ্রহ নেই যুক্তরাষ্ট্রের। এছাড়া ট্রাম্প প্রশাসন বারবার হুমকি দিয়ে আসছে। দেশটির মনে রাখা উচিৎ ইরান কোনো দুর্বল দেশ নয়। যুক্তরাষ্ট্র আক্রমণ চালালে তেহরান তার যথাযথ জবাব দিতে প্রস্তুত আছে। 

এরআগে, ভার্জিনিয়ায় দেয়া এক বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান নতুন করে পরমাণু কর্মসূচি শুরু করলে ব্যবস্থা নেবে মার্কিন প্রশাসন। তেহরানে পূর্বের মতো বোমা হামলার হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। এরপরই তেহরানের পক্ষ থেকে পাল্টা জবাব আসে।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2