গাজা ফ্লোটিলা থেকে আটক আরও ১৭১, থুনবার্গকে ‘ঝামেলাবাজ’ বললেন ট্রাম্প

ছবি: এসবিএস
ফিলিস্তিনের গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক আরও ১৭১ জন মানবাধিকারকর্মীকে ফেরত পাঠিয়েছে ইসরাইল। এদের মধ্যে সুইডিশ জলবায়ু অধিকারকর্মী গ্রেটা থুনবার্গসহ ১৬১ জনকে গ্রিসে পাঠানো হয়েছে। ফেরত পাঠানো অধিকারকর্মীদের মধ্যে ২৭ জন গ্রীক এবং ১৩৪ জন অন্যান্য দেশের নাগরিক।
এর ফলে এ পর্যন্ত মোট ফেরত পাঠানো অধিকারকর্মীর সংখ্যা ৩৪১ জনে দাঁড়িয়েছে। এথেন্স বিমানবন্দরে থুনবার্গ গাজায় ইসরাইলি সামরিক আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেন। এই মানবাধিকার কর্মী বলেন, ফিলিস্তিনিদের সাথে বিশ্বাসঘাতকতা করছে ইসরাইল। চলমান গণহত্যা ইসরাইলি প্রশাসনের অনুধাবনের বাইরে চলে গেছে। অধিকারকর্মীদের ওপর নির্যাতনের বিষয়টিও উঠে আসে থুনবার্গের কথায়।
গেলো সপ্তাহে গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৪৪টি জাহাজে থাকা ৪৭০ মানবাধিকারকর্মীকে আটক করে ইসরাইলি বাহিনী। এরপর ধাপে ধাপে আটক এসব অধিকারকর্মীকে ফেরত পাঠানো শুরু করে জায়নবাদী গোষ্ঠীটি।
এদিকে, সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গকে নিয়ে কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নিয়ে গাজায় যাওয়ার চেষ্টা, ইসরাইলি বাহিনীর হাতে আটক হওয়া এবং পরে মুক্তি পাওয়ার ঘটনায় তিনি থুনবার্গকে ‘ঝামেলাবাজ’ বলে অভিহিত করেন। সূত্র: টাইমস অব ইসরাইল
বিভি/এমআর
মন্তব্য করুন: