• NEWS PORTAL

  • শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

আটক শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে

প্রকাশিত: ০৯:২৭, ১০ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
আটক শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে

ইসরাইলি বাহিনীর হাতে আটক আলোকচিত্রী শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্তির চেষ্টা চলছে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। 

আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হকের বরাত দিয়ে শুক্রবার (১০ অক্টোবর) সকালে এই তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। 

প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পোস্টে জানানো হয়েছে, ‘ইসরাইলের কারাগারে আটক সাংবাদিক শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে। তুরস্কের কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে যে, আজই তাকে বিশেষ বিমানযোগে আঙ্কারায় নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। যদিও এ ব্যাপারে তুর্কি কর্তৃপক্ষ শতভাগ নিশ্চয়তা দিতে পারেনি।’ 

পোস্টে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রদূত আমানুল হক গতরাতে এসব তথ্য জানিয়েছেন।

পোস্টে বলা হয়েছে, শহিদুল আলম ইসরাইলি কর্তৃপক্ষের দ্বারা অবৈধভাবে আটকের পর জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোকে ওইসব দেশের পররাষ্ট্র দফতরের সঙ্গে যোগাযোগ করে তার মুক্তির জন্য উদ্যোগ নিতে বলা হয়। দূতাবাসগুলো শহিদুল আলমের মুক্তির বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।

এদিকে, গাজার সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি অনুমোদন দিয়েছে ইসরাইলি মন্ত্রিসভা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে। আর ৭২ ঘণ্টার মধ্যে মুক্তি পাবে জিম্মিরা।

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2