• NEWS PORTAL

  • সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

৭ ইসরাইলি জিম্মিকে মুক্তি দিলো হামাস 

প্রকাশিত: ১৩:৩১, ১৩ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
৭ ইসরাইলি জিম্মিকে মুক্তি দিলো হামাস 

ছবি: সংগৃহীত

গাজায় আটক ৭ ইসরাইলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। সোমবার (১৩ অক্টোবর) স্থানীয় সময় ভোরের দিকে জিম্মিদের আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা রেড ক্রসের জিম্মায় দেওয়া হয়। এরপর রেড ক্রস তাদের ইসরাইলের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। 

মুক্তি পাওয়া এই ৭ ইসরাইলি জিম্মিদের সবাই পুরুষ। এরা হলেন জিভ বেরমান, গালি বেরমান, এইতান মোর, মাতান আঙ্গরেস্ত, ওমরি মিরান, গাই গিলবোয়া-দালাল এবং অ্যালন ওহেল।

জিম্মি মুক্তির বিষয়টি নিশ্চিত করে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, গাজায় রেড ক্রস সাতজন জিম্মিকে গ্রহণ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে সেনাবাহিনী জানায়, আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) তাদের জানিয়েছে, হামাস সাতজন জিম্মিকে সংগঠনটির কাছে হস্তান্তর করেছে।

জিম্মিদের পাওয়ার পর দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরাইল। এদের মধ্যে ২৫০ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি রয়েছেন। 

দুই বছর যুদ্ধ চলার পর গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনার ভিত্তিতে গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরাইল। চলতি সপ্তাহ থেকে কার্যকর হয় যুদ্ধবিরতি। সেই যুদ্ধবিরতির পর এটাই প্রথম জিম্মি মুক্তি।

সূত্র: রয়টার্স, টাইমস অফ ইসরাইল  


 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2