• NEWS PORTAL

  • সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

দ্বিতীয় ধাপে আরও ১৩ জিম্মিকে মুক্তি দিলো গাজার স্বাধীনতাকামীরা

প্রকাশিত: ১৬:০৫, ১৩ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
দ্বিতীয় ধাপে আরও ১৩ জিম্মিকে মুক্তি দিলো গাজার স্বাধীনতাকামীরা

ছবি: সিবিসি

গাজায় যুদ্ধবিরতির পর হামাস ও ইসরাইলের কাঙ্ক্ষিত বন্দি বিনিময় শুরু হয়েছে। প্রথম ধাপে সাতজনের পর দ্বিতীয় ধাপে আরও ১৩ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। চুক্তি অনুযায়ী সোমবার (১৩ অক্টোবর) ২ হাজার ফিলিস্তিনি বন্দির বিনিময়ে ৪৮ ইসরাইলি জিম্মিকে হস্তান্তর করছে ফিলিস্তিনি সংগঠনটি।

সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় শুরু হয় জিম্মি মুক্তির প্রথম ধাপ। গাজা থেকে প্রথমে রেড ক্রোসের কাছে জিম্মিদের হস্তান্তর করে হামাস। পরে গাড়িতে করে ইসরাইলি পুলিশের কড়া প্রহরায় সীমানা পার করা হয় মুক্তি পাওয়া জিম্মিদের। 

এদিকে, মিশরে শান্তি সম্মেলনে যোগ দেয়ার আগে ইসরাইলে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত জিম্মির মুক্তির আনুষ্ঠানিকতায় অংশ নিতেই তার ইসরাইলে আসা। মার্কিন প্রেসিডেন্টকে রেড কার্পেটের মাধ্যমে সংবর্ধনা দেয় ইসরাইল। তাকে স্বাগত জানাতে বিমান বন্দরে হাজির ছিলেন ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ ও প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। 

গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে মিশরের পর্যটন শহর শারম আল-শেখে শান্তি সম্মেলনে আলোচনায় বসবেন বিশ্বনেতারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2