• NEWS PORTAL

  • সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

টর্চ জ্বালিয়ে যুদ্ধবিরতির খবর দেওয়া ফিলিস্তিনি সাংবাদিক নিহত 

প্রকাশিত: ১৫:১০, ১৩ অক্টোবর ২০২৫

আপডেট: ১৫:২৩, ১৩ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
টর্চ জ্বালিয়ে যুদ্ধবিরতির খবর দেওয়া ফিলিস্তিনি সাংবাদিক নিহত 

গাজা শহরের দক্ষিণাঞ্চলে গুলিতে নিহত হয়েছেন ফিলিস্তিনি সাংবাদিক সালেহ আলজাফারাওয়ি (২৮)। ফিলিস্তিনি গণমাধ্যম সূত্রে জানা গেছে, স্থানীয় সময় রবিবার (১২ অক্টোবর) আল-সাবরা এলাকায় সংঘর্ষের খবর সংগ্রহের সময় সশস্ত্র মিলিশিয়ার গুলিতে তিনি নিহত হন। ২৮ বছর বয়সী এই তরুণ সাংবাদিক চলমান যুদ্ধ নিয়ে তার ভিডিও কভারেজের জন্য বিশেষ পরিচিতি পেয়েছিলেন। 

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ১০ অক্টোবর আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি ঘোষণার পরপরই গাজায় ফিরতে শুরু করেন ফিলিস্তিনিরা। ওই রাতের অন্ধকারে টর্চ জ্বালিয়ে প্রেস লেখা জ্যাকেট পরা এক ব্যক্তিকে চিৎকার করে বলতে দেখা যায়, ‘যাদের কাছে ইন্টারনেট নেই, তাদের আমরা জানাচ্ছি, যুদ্ধ শেষ হয়েছে।’  পরে জানা যায়, তিনিই ছিলেন সাংবাদিক সালেহ আলজাফারাওয়ি।

ফিলিস্তিনি সূত্রের বরাত দিয়ে আল-জাজিরা আরবি জানিয়েছে, গাজা শহরের সাবরা এলাকায় ‘সশস্ত্র মিলিশিয়ার’ গুলিতে আলজাফারাবি নিহত হন। তিনি গতকাল রবিবার সকাল থেকে নিখোঁজ ছিলেন। 

আল-জাজিরার সানাদ সংস্থা বিভিন্ন প্রতিবেদন ও অ্যাকটিভিস্টদের প্রকাশিত ফুটেজ যাচাই করে এর সত্যতা পেয়েছে। ‘প্রেস’ লেখা ফ্ল্যাক জ্যাকেট পরিহিত অবস্থায় একটি ট্রাকে তার মরদেহ দেখা গেছে। 

ফিলিস্তিনি সূত্রগুলো আরও জানায়, সংঘর্ষটি হামাস নিরাপত্তা বাহিনী এবং দগমুশ গোত্রের যোদ্ধাদের মধ্যে চলছিল। যদিও স্থানীয় কর্তৃপক্ষ এটি নিশ্চিত করেনি। 

তবে গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা আল-জাজিরা আরবিকে জানিয়েছেন, গাজা শহরে এই সংঘর্ষটি (ইসরায়েলি) দখলদারির সঙ্গে যুক্ত একটি সশস্ত্র মিলিশিয়াক ঘিরে ঘটেছিল। 

ওই সূত্র দাবি করে, নিরাপত্তা বাহিনী মিলিশিয়ার সদস্যদের অবরুদ্ধ করেছে এবং মিলিশিয়া সদস্যরা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর দক্ষিণ গাজা থেকে গাজা শহরে ফেরা বাস্তুচ্যুতদের হত্যার সঙ্গে জড়িত ছিল।

সূত্র: আল জাজিরা  

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2