এবার রাশিয়ার দুটি তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র

ছবি: ডোনাল্ড ট্রাম্প
এবার রাশিয়ার দু'টি তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনে রাশিয়ার হামলা বন্ধে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশাবাদী ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে সামরিক জোট-ন্যাটো।
ইউক্রেনে রুশ হামলায় শিশুসহ অন্তত ৭ জনকে হত্যা আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সম্ভাব্য বৈঠক বাতিলের দিনই নিষেধাজ্ঞার ঘোষণা এলো। এতে পুতিন আরও নমনীয় হবেন বলে মনে করছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি, যুদ্ধ থামাতে সমঝোতার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেছে যুক্তরাষ্ট্র।
হোয়াইট হাউজের বৈঠকে এই পদক্ষেপের জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ন্যাটো মহাসচিব মার্ক রুট। বলেছেন, যুদ্ধ থামাতে পুতিনের ওপর চাপ তৈরি করবে এটি। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, অনর্থক যুদ্ধ বন্ধের আহ্বান পুতিন বারবার প্রত্যাখ্যান করায় এমন পদক্ষেপের প্রয়োজন ছিলো।
নতুন মার্কিন নিষেধাজ্ঞার শিকার রাশিয়ার রসনেফট ও লুকঅয়েল প্রতিদিন প্রায় ৩১ লাখ ব্যারেল তেল বিশ্ব বাজারে রফতানি করে। রাশিয়ার মোট তেল উৎপাদনের প্রায় অর্ধেকের যোগানদাতা রসনেফট। গত সপ্তাহে যুক্তরাজ্যও রাশিয়ার এই দুই কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।
বিভি/এআই
মন্তব্য করুন: