ইউক্রেনকে টমাহক মিসাইল দেওয়ার অনুমোদন পেন্টাগনের
ছবি: সিএনএন
ইউক্রেনকে দূরপাল্লার টমাহক মিসাইল দেওয়ার জন্য অনুমোদন দিয়েছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদন পেলেই কিয়েভে পাঠানো হবে এই মিসাইল। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মার্কিন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
পেন্টাগনের দাবি, মিসাইল সরবরাহে মার্কিন অস্ত্রভাণ্ডারে কোনো প্রভাব পড়বে না। যদিও ইউক্রেনে টমাহক মিসাইল পাঠানো নিয়ে এখনো দ্বিধাগ্রস্ত মার্কিন প্রেসিডেন্ট। অক্টোবরে হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে তার প্রভাব দেখা যায়। মার্কিন প্রেসিডেন্টের মতে, যুক্তরাষ্ট্রের জন্য যা প্রয়োজনীয় তা অন্যকে দেওয়া ঠিক হবে না। দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রর কাছে টমাহক ক্রুজ মিসাইল চেয়ে আসছে ইউক্রেন। এই মিসাইল প্রায় এক হাজার মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। যা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে।
বিভি/এসজি




মন্তব্য করুন: