• NEWS PORTAL

  • সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দিতে অসম্মতি ট্রাম্পের 

প্রকাশিত: ১৪:৫১, ৩ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দিতে অসম্মতি ট্রাম্পের 

ফাইল ছবি

ইউক্রেনকে অত্যাধুনিক টমাহক ক্ষেপণাস্ত্র দিতে অসম্মতি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ আরও জটিল করতে চান না বলে জানিয়েছেন ট্রাম্প। সোমবার (৩ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।  

বার্তাসংস্থাটি বলছে, আপাতত ইউক্রেনকে দীর্ঘপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার কোনো পরিকল্পনা তার নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার (২ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, তিনি এমন কোনো চুক্তি বিবেচনা করছেন না, যা ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে ব্যবহারের জন্য টমাহক ক্ষেপণাস্ত্র পেতে সহায়তা করবে।

মূলত যুক্তরাষ্ট্রের কাছ থেকে এই অস্ত্র ক্রয় করে তা ইউক্রেনের হাতে তুলে দিতে চায় সামরিক জোট ন্যাটোর কয়েকটি সদস্য দেশ। তবে ট্রাম্প স্পষ্ট করেছেন, চলমান যুদ্ধে উত্তেজনা আরও বাড়ুক, তা তিনি চান না এবং এই কারণেই এমন কোনো পদক্ষেপ নিতে তিনি আগ্রহী নন।

ফ্লোরিডার পাম বিচ থেকে ওয়াশিংটনে ফেরার পথে ‘এয়ার ফোর্স ওয়ান’ বিমানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প এসব কথা বলার পাশাপাশি ভবিষ্যতে সিদ্ধান্ত পরিবর্তনের ইঙ্গিতও দেন। তিনি বলেন, আমি মত বদলাতেও পারি।


 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2