আফগানিস্তানে ভূমিকম্প: কমপক্ষে ২০ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক নীল মসজিদ
আফগানিস্তানের উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে হয়েছে। এতে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন তিন শতাধিক মানুষ।
সোমবার (৩ নভেম্বর) আফগান কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। কয়েক মাস আগেই আরেকটি প্রাণঘাতী ভূমিকম্পে বিপর্যস্ত হয়েছিল দেশটি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, রাতের দিকে আঘাত হানা এই ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৩ এবং কেন্দ্রস্থল ছিল মাজার-ই-শরিফ শহরের কাছে, ভূ-পৃষ্ঠের ২৮ কিলোমিটার গভীরে। খবর দ্য ডনের।
আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফত জামান সাংবাদিকদের জানান, নিহতদের সংখ্যা ২০-এর বেশি এবং আহতের সংখ্যা ৩০০-এর বেশি। তবে এটি প্রাথমিক হিসাব বলে তিনি উল্লেখ করেন। তিনি সবচেয়ে ক্ষতিগ্রস্ত দুই প্রদেশ-বালখ ও সামাঙ্গানের পৃথক ক্ষয়ক্ষতির বিবরণ দেননি।মাজার-ই-শরিফের বহু বাসিন্দা আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে সড়কে বের হয়ে আসেন। ভয় ছিল ভবন ধসে পড়তে পারে। ঘটনাস্থলে থাকা সংবাদদাতারা এসব দৃশ্য প্রত্যক্ষ করেন।
শহরের বিখ্যাত ১৫০০ শতকের ঐতিহাসিক নীল মসজিদও (ব্লু মস্ক) ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। রঙিন টাইলসের জন্য পরিচিত এই স্থাপনাটির একটি মিনারের অংশ ভেঙে পড়ে চত্বরজুড়ে ছড়িয়ে থাকতে দেখা গেছে। এটি আফগানিস্তানের কয়েকটি বিশিষ্ট পর্যটন স্থাপনার একটি।
রাজধানী কাবুল থেকেও ভূমিকম্প অনুভূত হয়েছে যা মাজার-ই-শরিফ থেকে প্রায় ৪২০ কিলোমিটার দূরে অবস্থিত। বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ড্যাবস জানায়, উজবেকিস্তান থেকে আমদানিকৃত বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় অন্তত নয়টি প্রদেশের কিছু অংশ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।
আফগান তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বালখ ও সামাঙ্গান প্রদেশেই ক্ষয়ক্ষতির মাত্রা বেশি। সেখানে বহু মানুষ হতাহত হয়েছে। উদ্ধারকারী দল তাৎক্ষণিকভাবে এলাকায় পৌঁছে আটকে পড়া মানুষদের উদ্ধার এবং আহতদের হাসপাতালে নেয়ার কাজ শুরু করেছে।
ইউএসজিএস তাদের পেজার সিস্টেমে ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করেছে, যা সাধারণত উল্লেখযোগ্য প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনার ইঙ্গিত দেয়। সামাজিক মাধ্যম এক্স-এ শেয়ার করা ভিডিওতে ধসে পড়া ভবনের নিচ থেকে মানুষ উদ্ধার করতে দেখা গেছে। এক ভিডিওতে ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ টেনে বের করতে দেখা যায়। তবে রয়টার্স এসব ভিডিওর সত্যতা নিশ্চিত করতে পারেনি।
বিভি/টিটি




মন্তব্য করুন: