৫ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরাইল
								
													গাজায় চলমান যুদ্ধবিরতির অংশ হিসেবে পাঁচ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরাইল। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় মুক্তিপ্রাপ্তদের আল-আকসা হাসপাতালে নেওয়া হয় চিকিৎসা পরীক্ষার জন্য। সেখানে মুক্তিপ্রাপ্তদের দেখতে জড়ো হন স্বজনেরা।
মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, ইসরাইলি কারাগারে হাজারো ফিলিস্তিনি বিচার ছাড়াই আটক রয়েছেন। এরমধ্যে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির মাধ্যমে আরও ৪৫ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করেছে নেতানিয়াহু প্রশাসন। এ নিয়ে যুদ্ধবিরতির আওতায় ২৭০ জন ফিলিস্তিনি বন্দির মরদেহ হস্তান্তর করা হলো। এসব মরদেহের মধ্যে এ পর্যন্ত ৭৮ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে।
এদিকে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। নতুন করে দক্ষিণ গাজার রাফাহ শহরে গুলি করে তিন ফিলিস্তিনিকে হত্যা করেছে জায়নবাদী গোষ্ঠী। আটকে রেখেছে ভূখণ্ডটির ত্রাণ সরবরাহ। এতে দুর্বিষহ দিন যাপন করছেন লাখো ফিলিস্তিনি বাসিন্দা।
বিভি/এসজি
						


							
							
 
										
							
							
							
							
							
							
							
							
							
							
											
											
											
											
মন্তব্য করুন: