• NEWS PORTAL

  • শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

অস্ট্রেলিয়ায় কার্যকর হতে যাচ্ছে শিশুদের ফেসবুক-টিকটক ব্যবহার বন্ধের আইন

প্রকাশিত: ২০:০৩, ২০ নভেম্বর ২০২৫

আপডেট: ২০:০৩, ২০ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
অস্ট্রেলিয়ায় কার্যকর হতে যাচ্ছে শিশুদের ফেসবুক-টিকটক ব্যবহার বন্ধের আইন

অস্ট্রেলিয়ায় গত বছর পাস হওয়া এক আইনের আওতায় ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহারের পথ বন্ধ হতে যাচ্ছে। চলতি সপ্তাহ থেকে কার্যকর শুরু হবে গত বছর পাস হওয়া আইনটি। এই আইনের আওতায় ফেসবুক, টিকটকের মতো প্ল্যাটফর্মকে শিশুদের আইডি সরিয়ে ফেলতে হবে। 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ফেসবুক, ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা জানায়, আগামী ৪ ডিসেম্বর থেকে তারা এসব আইডি সরিয়ে ফেলবে। আইডিতে যাদের বয়স ১৩-১৫ বছর শনাক্ত হয়েছে তাদের কাছে বৃহস্পতিবার থেকেই প্রবেশাধিকার বন্ধ হওয়ার সতর্কবার্তা পাঠানো শুরু হয়েছে।  

অস্ট্রেলিয়ার সরকার জানায়, ১০ ডিসেম্বরের পর এসব মাধ্যম থেকে কিশোর-কিশোরীদের অ্যাকাউন্ট না সরালে বড় অঙ্কের (৩২ মিলিয়ন ডলার) জরিমানার মুখে পড়তে হবে। মেটা জানিয়েছে, আইন কার্যকর হওয়ার আগেই তারা আইডি অপসারণের প্রক্রিয়া শুরু করছে।

মেটার বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ভুলবশত কোনো অ্যাকাউন্ট অপ্রাপ্তবয়স্ক হিসেবে চিহ্নিত হলে যাচাইয়ের সুযোগ থাকছে। ব্যবহারকারীরা তখন ভিডিও সেলফি বা জাতীয় পরিচয়পত্র জমা দিয়ে প্রকৃত বয়স প্রমাণ করতে পারবেন।


 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2