• NEWS PORTAL

  • শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

মামদানির সঙ্গে সাক্ষাতের ঘোষণা ট্রাম্পের 

প্রকাশিত: ২০:১৭, ২০ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
মামদানির সঙ্গে সাক্ষাতের ঘোষণা ট্রাম্পের 

নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে সাক্ষাতের ঘোষণা দিয়েছেন‍ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২১ নভেম্বর) হোয়াইট হাউসে হবে এই সাক্ষাৎ। বুধবার (১৯ নভেম্বর) নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এ তথ্য জানান ট্রাম্প।  

ট্রুথ সোশ্যাল পোস্টে তিনি বলেন, আমরা এই মর্মে একমত হয়েছি যে ২১ নভেম্বর শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে আমাদের সাক্ষাৎ ঘটছে।

মামদানি অবশ্য আগেই এই সাক্ষাৎ নিয়ে আভাস দিয়েছিলেন। সোমবার তিনি সাংবাদিকদের বলেছিলেন, নির্বাচনী প্রচারণার সময় নিউইয়র্কের ভোটারদের উদ্দেশ্যে আমার দেওয়া প্রতিশ্রুতিগুলো পূরণে আমার টিমের সদস্যরা হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে।

সূত্র : রয়টার্স

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2