• NEWS PORTAL

  • সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দফতরে বন্দুকধারীদের হামলা, নিহত ৬

প্রকাশিত: ১৪:২৬, ২৪ নভেম্বর ২০২৫

আপডেট: ১৪:২৬, ২৪ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দফতরে বন্দুকধারীদের হামলা, নিহত ৬

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে আধাসামরিক বাহিনীর একটি সদর দফতরে বন্দুকধারীরা হামলা চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় এখন পর্যন্ত ছয়জনের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে বার্তাসংস্থা রয়টার্স। যাদের মধ্যে তিনজন সন্ত্রাসী ও তিনজন আধাসামরিক বাহিনীর সদস্য।  

হামলার শিকার প্রতিষ্ঠানটি হলো ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারি। যা পাকিস্তানের আধাসামরিক বাহিনীর একটি প্রধান ইউনিট। নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, প্রথম আত্মঘাতী হামলাকারী মূল প্রবেশপথে বিস্ফোরণ ঘটায়, আরেকজন ভেতরে ঢুকে হামলা চালায়।

তিনি আরও বলেন, আমরা ধারণা করছি ভবনের ভেতরে আরও সন্ত্রাসী থাকতে পারে। তাই সেনাবাহিনী ও পুলিশের বিশেষ বাহিনী এলাকা ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি খুব সাবধানে সামাল দিচ্ছে।

ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত এই সদর দফতরের কাছেই একটি সামরিক ক্যান্টনমেন্ট রয়েছে। স্থানীয় বাসিন্দা সাফদার খান রয়টার্সকে জানান, সেনা, পুলিশ ও নিরাপত্তা বাহিনী রাস্তা বন্ধ করে পুরো এলাকা ঘিরে ফেলেছে। যান চলাচলও বন্ধ রয়েছে।
হামলার পেছনের কারণ বা হামলাকারীদের পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। নিরাপত্তা সংস্থাগুলো পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে এবং ভবিষ্যতে আরেকটি হামলার আশঙ্কা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে।

সূত্র: রয়টার্স  


 

বিভি/এসজি

মন্তব্য করুন: