ভিয়েতনামে বন্যা-ভূমিধসে অন্তত ৯০ জনের মৃত্যু, নিখোঁজ ১২
ভিয়েতনামে টানা কয়েকদিনের প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৯০ জনের মৃত্যু হয়েছে। আরও ১২ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। দেশজুড়ে ১ লাখ ৮৬ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, ৩০ লাখের বেশি গবাদিপশু ভেসে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ শতকোটি ডলার ছাড়াতে পারে বলে কর্মকর্তারা আশঙ্কা করছেন।
সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে পাহাড় অধ্যুষিত প্রদেশ ডাক লাক। ১৬ নভেম্বরের পর থেকে এখনও পর্যন্ত ৬০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এই প্রদেশটিতে।
ভিয়েতনাম সাম্প্রতিক মাসগুলোতে একের পর এক প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়েছে। দেশটিতে কয়েক সপ্তাহের ব্যবধানে কালমায়েগি ও বুয়ালোইয়ের মতো দুটি শক্তিশালী ঘূর্ণিঝড়ও আঘাত হেনেছে।
রবিবার সকালেও প্রায় ২ লাখ ৫৮ হাজার মানুষ বিদ্যুৎহীন ছিলেন, প্রধান প্রধান অনেক মহাসড়ক ও রেললাইনে যান চলাচল বন্ধ রয়েছে, জানিয়েছেন কর্মকর্তারা। দুর্যোগে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সামরিক ও পুলিশ বাহিনীকে মোতায়েন করা হয়েছে। দক্ষিণ ও মধ্যদক্ষিণের ৫টি প্রদেশ কায়াং এংগাই, গিয়া লাই, ডাক লাক, খান হোয়া ও লাম দং-ই বেশি ক্ষতির শিকার হয়েছে।
সূত্র: বিবিসি
বিভি/এসজি




মন্তব্য করুন: