• NEWS PORTAL

  • বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫

আরও ৬ জনের ওপর নিষেধাজ্ঞা ট্রাম্পের, বিশ্বকাপ ড্র বয়কটের হুমকি ইরানের

প্রকাশিত: ২২:৪৩, ২ ডিসেম্বর ২০২৫

আপডেট: ২২:৪৪, ২ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
আরও ৬ জনের ওপর নিষেধাজ্ঞা ট্রাম্পের, বিশ্বকাপ ড্র বয়কটের হুমকি ইরানের

আগামী ৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র। যেখানে অংশ নেবে মূল পর্বের টিকিট পাওয়ার দলের প্রতিনিধিরা। কিন্তু ভিসা জটিলতার কারণে এই অনুষ্ঠান বয়কটের কথা জানিয়েছে ইরান। সেই সমস্যা সমাধান করার বিপরীতে আরও ৬ জন ইরানি প্রতিনিধির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত জুন মাসে ইরানসহ ১২টি দেশের নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা ঘোষণা করেছিল তিনি। যদি সে সময় জানানো হয়েছিল, যেকোনো ক্রীড়াবিদ বা অ্যাথলেটিক দলের সদস্য এবং বিশ্বকাপের অংশগ্রহণকারী ব্যক্তিদের জন্য ছাড় দেওয়া হবে।

সেই হিসেবে বিশ্বকাপ ড্রতে অংশগ্রহণ করার জন্য ইরানের ফুটবল ফেডারেশনের ৯ জন কর্মকর্তার ভিসার আবেদন করেছিল তারা। কিন্তু তাদের মধ্য ৩ জনের ভিসা অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। আর বাকি ৬ জনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে।

এদিকে ইরানি সংবাদমাধ্যমের মতে, এখন চারটি ভিসা মঞ্জুর করা হয়েছে, যার মধ্যে প্রধান কোচ আমির ঘালেনোইও অন্তর্ভুক্ত, যদিও ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদী তাজকে প্রত্যাখ্যান করা হয়েছে।

এরপরই বিশ্বকাপ ড্র বয়কটের হুমকি দিয়েছে ইরান। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের এমন মনোভাবকে ক্রীড়ার পরিপন্থি এবং রাজনৈতিক বলে মন্তব্য করেছে। সেই তাদের প্রতিনিধিদের ভিসা নিশ্চিত করতে ফিফার হস্তক্ষেপ চেয়েছে দেশটি।

উল্লেখ্য, আগামী বছরের জুনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪৮ দলের বিশ্বকাপ। সহআয়োজন হিসেবে মেক্সিকো ও কানাডা থাকলেও ১০৪টি ম্যাচের মধ্যে ৭৮টিই অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র। তাই বিশ্বকাপের আগে বিভিন্ন দেশের উপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ায় সমালোনার সৃষ্টি হচ্ছে।

সূত্র: আল জাজিরা
 

বিভি/টিটি

মন্তব্য করুন: