ওয়াশিংটনে ন্যাশনাল গার্ডদের ওপর হামলাকারীর বিরুদ্ধে অভিযোগ গঠন
রহমানউল্লাহ লাকানওয়াল
হোয়াইট হাউজের কাছাকাছি ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর বন্দুক হামলাকারী আফগান অভিবাসী রহমানউল্লাহ লাকানওয়ালের বিরুদ্ধে হত্যার অভিযোগ গঠন করেছে যুক্তরাষ্ট্রের আদালত। বিচার শুরু হয়েছে আত্মঘাতী বোমা হামলার হুমকিদাতা আরেক আফগান অভিবাসীর বিরুদ্ধেও।
গত সপ্তাহের বুধবার ওয়াশিংটন ডিসিতে বন্দুক হামলার ঘটনায় ন্যাশনাল গার্ডের এক সদস্য চিকিৎসাধীন মারা গেলেও অপরজনের অবস্থা কিছুটা উন্নতির দিকে। আহত অবস্থায় গ্রেফতার হওয়া একমাত্র আসামি ২৯ বছর বয়সী রহমানউল্লাহর বিরুদ্ধে হত্যা ও হামলার অভিযোগ গঠন করেছে আদালত। আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কার্যক্রম শুরুর প্রথম দিন হাসপাতালের বেড থেকে ভিডিও কনফারেন্সে আদালতে ছিলেন রহমানউল্লাহ। আত্মপক্ষ সমর্থন করে আইনজীবীর মাধ্যমে নিজেকে নির্দোষ দাবি করেছেন তিনি।
আফগানিস্তানে মার্কিন বাহিনীকে সহায়তার জন্য গোয়েন্দা সংস্থা-সিআইএ প্রশিক্ষণ দিয়েছিলো তাকে। তালেবান ক্ষমতা দখলের পর সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে ২০২১ সালে অভিবাসী হিসেবে যুক্তরাষ্ট্রে যান রহমানউল্লাহ।
এদিকে, সিআইএ প্রশিক্ষিত আরেক আফগান অভিবাসীরও বিচার শুরু হয়েছে টেক্সাসের আদালতে। গত ২৩ নভেম্বর আত্মঘাতি হামলার হুমকি দিয়ে একটি ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন মোহাম্মদ দাউদ। ২৫ নভেম্বর পুলিশি অভিযানে আটক হওয়া ৩০ বছর বয়সী এই যুবক বর্তমানে ট্যারেন্ট কাউন্টি জেলে আছেন। হুমকির অভিযোগ প্রমাণ হলে ৫ বছরের কারাদণ্ড হতে পারে তার।
বিভি/এসজি




মন্তব্য করুন: