যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্মদানের পরিকল্পনা পণ্ড, মিলবে না ভিসা
নাগরিকত্ব পাওয়ার জন্য যদি কোনো পর্যটক যুক্তরাষ্ট্রের মাটিতে সন্তান জন্ম দিতে চান, সেক্ষেত্রে তার ভিসা আবেদন প্রত্যাখ্যান করবে যুক্তরাষ্ট্র।
সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ কথা জানিয়েছে ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস।
ভারতের মার্কিন দূতাবাস তাদের পোস্টে বলেছে, ‘মার্কিন কনস্যুলার অফিসাররা যদি মনে করেন যে ভ্রমণের প্রাথমিক উদ্দেশ্য হলো যুক্তরাষ্ট্রে সন্তান জন্মদান এবং শিশুর জন্য মার্কিন নাগরিকত্ব অর্জন করা; তাহলে তারা (অফিসাররা) পর্যটন ভিসার আবেদন প্রত্যাখ্যান করবেন। এটি অনুমোদিত নয়।’
এদিকে, যুক্তরাষ্ট্রে প্রবেশের শর্ত হিসেবে যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশের পর্যটকদের সামাজিক মাধ্যমের শেষ পাঁচ বছরের কার্যক্রম দেখা হতে পারে– এমন একটি নতুন প্রস্তাব করেছেন মার্কিন কর্মকর্তারা।
বিবিসি জানিয়েছে, এই নতুন শর্তটি ডজনখানেক দেশের মানুষের জন্য প্রযোজ্য হবে। বিশেষ করে যারা ইলেকট্রনিক সিস্টেম ফর ট্র্যাভেল অথরাইজেশন (ইএসটিএ) ফর্ম পূরণ করে ভিসা ছাড়াই ৯০ দিনের জন্য যুক্তরাষ্ট্র ভ্রমণের অনুমতি পান।
জানুয়ারিতে হোয়াইট হাউসে ফেরার পর থেকে, জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে সাধারণভাবে মার্কিন সীমান্ত আরও কড়াকড়ি করার পদক্ষেপ নিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
বিশ্লেষকরা বলছেন, নতুন পরিকল্পনাটি সম্ভাব্য ভ্রমণকারীদের জন্য বাধা সৃষ্টি করতে পারে ও তাদের ডিজিটাল অধিকারকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
প্রস্তাবিত নিয়মের কারণে যুক্তরাষ্ট্রে পর্যটকের সংখ্যা হঠাৎ কমে যেতে পারে কি না তা জানতে চাইলে ট্রাম্প বলেছেন, তিনি এ বিষয়ে উদ্বিগ্ন নন।
সূত্র: এনডিটিভি
বিভি/টিটি




মন্তব্য করুন: